Road safety rally পথ সচেতনতায় থানার উদ্যোগে পদযাত্রা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Road safety rally পথ সচেতনতায় থানার উদ্যোগে পদযাত্রা


 

Road safety rally  পথ সচেতনতায় থানার উদ্যোগে পদযাত্রা 

# সংবাদ প্রভাতী, ৩ সেপ্টেম্বর ২০২২

গৌতম দাস, শক্তিগড় : সাধারণ মানুষের মধ্যে পথ সচেতনতা বাড়াতে আজ একটি পদযাত্রা করলো শক্তিগড় থানা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে শক্তিগড় থানার উদ্যোগে এই পদযাত্রা আয়োজিত হয়। 

শক্তিগড় থানা থেকে শুরু হয়ে শক্তিগড় বাজার প্রদক্ষিণ করে শক্তিগড় থানায় এসে শেষ হয় এই পথ সচেতনতা শীর্ষক পদযাত্রা। সেফ  ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পদযাত্রায় থানার সমস্ত পুলিশ অফিসাররা এবং সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন। নেতৃত্বে ছিলেন শক্তিগড় থানার ওসি দীপক সরকার।

পদযাত্রা থেকে পথ চলতি সকল বাইক আরোহী কে সাবধানে গাড়ি চালাতে বলেন এবং হেলমেট মাথায় দিয়ে বাইক চালানোর সঙ্গে নিজেকে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।

Post a Comment

0 Comments