Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Road safety rally পথ সচেতনতায় থানার উদ্যোগে পদযাত্রা


 

Road safety rally  পথ সচেতনতায় থানার উদ্যোগে পদযাত্রা 

# সংবাদ প্রভাতী, ৩ সেপ্টেম্বর ২০২২

গৌতম দাস, শক্তিগড় : সাধারণ মানুষের মধ্যে পথ সচেতনতা বাড়াতে আজ একটি পদযাত্রা করলো শক্তিগড় থানা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে শক্তিগড় থানার উদ্যোগে এই পদযাত্রা আয়োজিত হয়। 

শক্তিগড় থানা থেকে শুরু হয়ে শক্তিগড় বাজার প্রদক্ষিণ করে শক্তিগড় থানায় এসে শেষ হয় এই পথ সচেতনতা শীর্ষক পদযাত্রা। সেফ  ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পদযাত্রায় থানার সমস্ত পুলিশ অফিসাররা এবং সিভিক ভলেন্টিয়াররা অংশগ্রহণ করেন। নেতৃত্বে ছিলেন শক্তিগড় থানার ওসি দীপক সরকার।

পদযাত্রা থেকে পথ চলতি সকল বাইক আরোহী কে সাবধানে গাড়ি চালাতে বলেন এবং হেলমেট মাথায় দিয়ে বাইক চালানোর সঙ্গে নিজেকে বাঁচতে এবং পরিবারকে বাঁচাতে পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।