চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী, ব্লক সভাপতি পদে কারা এলেন ? জানতে হলে ক্লিক করুন


 

যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাসবিহারী, ব্লক সভাপতি পদে কারা এলেন ? জানতে হলে ক্লিক করুন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা হয়ে গেল। ইতিপূর্বেই জেলা সভাপতি হয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলার আইএনটিটিইউসি সভাপতি হয়েছেন মহঃ সেলিম। জেলার মহিলা সভানেত্রী হয়েছেন শিখা সেনগুপ্ত। আজ জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সমস্ত শহর এবং ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হলো। জেলার যুব সভাপতি পদে এসেছেন রাসবিহারী হালদার। 

জেলার বিভিন্ন ব্লকগুলোর মধ্যে বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি হয়েছেন কাকলি তা গুপ্ত। ব্লকের যুব সভাপতি হয়েছেন মানস ভট্টাচার্য। বর্ধমান ২ ব্লকের সভাপতি হয়েছেন পরমেশ্বর কোনার, যুব সভাপতি হয়েছেন সৌভিক পান। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন তন্ময় সিংহ রায়, যুব সভাপতি হয়েছেন অভিরূপ যশ। ভাতার ব্লকের সভাপতি হয়েছেন বাসুদেব যশ, যুব সভাপতি হয়েছেন অমিত কুমার হুই। গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন জনার্দ্ধন চ্যাটার্জী যুব সভাপতি হয়েছেন জয়ন্ত মেটে। গলসি ২ ব্লকের সভাপতি হয়েছেন সুজন মন্ডল, যুব সভাপতি হয়েছেন হেমন্ত পাল। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন মেহেমুদ খান, যুব সভাপতি হয়েছেন ভূতনাথ মালিক। কালনা ১ ব্লকের সভাপতি হয়েছেন শান্তি চাল, যুব সভাপতি হয়েছেন সৌরভ দেবনাথ। কালনা ২ ব্লকের সভাপতি হয়েছেন প্রণব রায়, যুব সভাপতি অনিমেষ ভাঙ্গি। কালনা শহরের সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জী, যুব সভাপতি সৌরভ হালদার। মেমারি ১ নম্বর ব্লকের সভাপতি হয়েছেন নিত্যানন্দ ব্যানার্জী, যুব সভাপতি হয়েছেন সেখ শাজাহান। মেমারি শহরের সভাপতি হয়েছেন স্বপন ঘোষাল, যুব হয়েছেন সৌরভ সাঁতরা। তৃণমূলের মন্তেশ্বর ব্লক সভাপতি হয়েছেন আজিজুল হক, যুব সভাপতি হয়েছেন তন্ময় ব্যানার্জী। মেমারি ২ ব্লকে সভাপতি হয়েছেন হরিসাধন ঘোষ, যুব সভাপতি হয়েছেন হিমাদ্রি মন্ডল। পূর্বস্থলী ১ ব্লকের সভাপতি হয়েছেন নবকুমার কর, যুব সভাপতি হয়েছেন আলিম মল্লিক। পূর্বস্থলী ২ ব্লকের সভাপতি হয়েছেন বদরুল আলম মন্ডল, যুব সভাপতি হয়েছেন রতন ঘোষাল। কাটোয়া ১ ব্লকের সভাপতি হয়েছেন নারায়ণ চন্দ্র সাঁতরা, যুব সভাপতি হয়েছেন বাদশা ফারুক শেখ। কাটোয়া ২ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন পিন্টু মণ্ডল, যুব সভাপতি হয়েছেন রাজীব ব্যানার্জী। কাটোয়া শহরের সভাপতি হয়েছেন শুভ্রা রায়, যুব সভাপতি হয়েছেন বিজয় অধিকারী। দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যুব সভাপতি হয়েছেন মিঠুন মন্ডল। খণ্ডঘোষ ব্লকের সভাপতি হয়েছেন মহঃ অপার্থিব ইসলাম (ফাগুন), যুব সভাপতি হয়েছেন শুভেন্দু পাল। রায়না ১ ব্লকের সভাপতি হয়েছেন বামদেব মন্ডল, যুব সভাপতি হয়েছেন কল্লোল মন্ডল। রায়না ২ ব্লকের সভাপতি হয়েছেন অসীম পাল, যুব সভাপতি হয়েছেন জুলফিকার আলী খান। আউসগ্রাম ১ ব্লকের সভাপতি হয়েছেন অরূপ সরকার,  যুব সভাপতি হয়েছেন দেবাঙ্কুর চ্যাটার্জী। আউসগ্রাম ২ ব্লকের সভাপতি হয়েছেন রামকৃষ্ণ ঘোষ, যুব সভাপতি হয়েছেন মানিক রুইদাস। গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন দেবব্রত শ্যাম, যুব সভাপতি হয়েছেন কার্তিক চন্দ্র পাঁজা। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন রাম কেশব ভট্টাচার্য, যুব সভাপতি হয়েছেন চৌধুরী আব্বাস আহমেদ (বাপি)। কেতুগ্রাম ১ ব্লকের সভাপতি হয়েছেন তরুণ কুমার মুখার্জী, যুব সভাপতি হয়েছেন বুদ্ধদেব দাস। কেতুগ্রাম ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন বিকাশ কুমার মজুমদার, যুব সভাপতি হয়েছেন রজত কুমার দে।

শারদ উৎসবের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে খুশির জোয়ার।