বিজেপির পক্ষ থেকে থানায় ডেপুটেশন
অতনু হাজরা, মেমারি ও জামালপুর : রাজ্য বিজেপির নবান্ন অভিযান কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে ১৩ সেপ্টেম্বর। সেদিন তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই মত তারা মিছিল সহযোগে নবান্ন অভিমুখে যেতে গেলে পুলিশ তাদের আটকে দেয়। তাদের দাবি পুলিশ তাদের নেতৃত্বদের অন্যায় ভাবে আটকে এবং বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের উপর অত্যাচার করে।
এরই প্রতিবাদে বর্ধমান সদর জেলা বিজেপির পক্ষ থেকে মেমারি ও জামালপুর থানায় ডেপুটেশন দেয় তারা। ডেপুটেশন এ উপস্থিত ছিলেন জেলা বিজেপি'র সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী সহ সন্তোষ রায়, স্মৃতিকনা কোনার, কেকা সরকার, সুভাষ কোলে এবং সকল মন্ডল সভাপতিরা। এদিন তারা মিছিল করে থানায় এসে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি পথ সভাও করে। বক্তব্য রাখেন সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃত্ব।