Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শারদ উৎসব উপলক্ষে জামগ্রাম আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফে বস্ত্র বিতরণ কর্মসূচি

 


শারদ উৎসব উপলক্ষে জামগ্রাম আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের তরফে বস্ত্র বিতরণ কর্মসূচি 


কাজল মিত্র, আসানসোল : আর মাত্র কটা দিন বাকি বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আর এই পুজোর কটাদিন সকলেই একসাথে আনন্দে কাটাতে নতুন জামাকাপড় পড়ে ঠাকুর দেখতে বের হয়। কিন্তু এমন বহু অসহায় মানুষ রয়েছে যাদের নতুন বস্ত্র জোটে না, তাদের  হাতে নতুন পোশাক তুলে দিতে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের  ব্যবস্থাপনায় দুঃস্থদের মধ্যে বস্ত্র  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে বারাবনি বিধান সভার বিধায়ক তথা আসানসোলের মেয়র  বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ উপস্থিত ছিলেন। তাছাড়া জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, বারাবনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকুমার সাধু, জামগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এদিন মেয়র বিধান উপাধ্যায় জানান বারাবনি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে ব্লক তৃণমূলের তরফে ১৫ হাজার মহিলাদের জন্য শাড়ি ও পুরুষদের জন্য ধুতির ব্যবস্থা করা হয়। জামগ্রাম আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিশেষ আয়োজন। 

আজকে তার সূচনা হল আগামীদিনে প্রতিটি পঞ্চায়েতের গরিব মানুষের হাতে  শাড়ী তুলে দেওয়া হবে। নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার দুঃস্থ পরিবারের মানুষগুলো।