Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন


 

বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন 


কাজল মিত্র, আসানসোল : বিজেপি'র নবান্ন অভিযানে পুলিশী ভূমিকার প্রতিবাদে সোচ্চার যুব মোর্চা। আজ আসানসোলের এসডিও অফিসের সামনে বিজেপি যুব মোর্চার তরফে প্রতিবাদ মিছিল করা হয় এবং এসডিও-কে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন আসানসোল বিজেপি'র তরফে প্রথমে  বুধা মোড় জল ট্যাঙ্ক থেকে একটি র‌্যালি করে।  র‌্যালিটি এসবি গড়াই রোড হয়ে এসডিও অফিসের সামনে বিক্ষোভের  রূপ নেয়।  এই প্রসঙ্গে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন যে ১৩ সেপ্টেম্বর বিজেপির তরফে নবান্ন অভিযান কর্মসূচি ছিল। সেখানে রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন।  কিন্তু সেই অভিযানকে পরিকল্পিত ভাবে নস্যাৎ করার জন্যে তৃণমূলের সরকার  যেভাবে বেঙ্গল পুলিশকে লেলিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন করা হয়। এর বিরুদ্ধে আজ এসডিওর কাছে স্মারকলিপি জমা করা হয়।

তিনি বলেন, পুলিশ যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে।  তা কোনভাবেই  সহ্য করা যাবেনা। আর এর বিরুদ্ধে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন চলবে। এদিনের এই  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  সন্তোষ সিং, সৈকত হাজরা, রাহুল সিং সংগঠনের সভাপতি মলয় চক্রবর্তী এবং বিজেপি নেতা কৃষ্ণেন্দু  মুখার্জি, কাউন্সিলর গৌরব গুপ্ত, ভৃগু ঠাকুর, আসানসোল জেলা  বিজেপি যুব মোর্চার সহসভাপতি  জয়দেব  ব্যানার্জি সহ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।