Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন


 

বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন 


কাজল মিত্র, আসানসোল : বিজেপি'র নবান্ন অভিযানে পুলিশী ভূমিকার প্রতিবাদে সোচ্চার যুব মোর্চা। আজ আসানসোলের এসডিও অফিসের সামনে বিজেপি যুব মোর্চার তরফে প্রতিবাদ মিছিল করা হয় এবং এসডিও-কে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন আসানসোল বিজেপি'র তরফে প্রথমে  বুধা মোড় জল ট্যাঙ্ক থেকে একটি র‌্যালি করে।  র‌্যালিটি এসবি গড়াই রোড হয়ে এসডিও অফিসের সামনে বিক্ষোভের  রূপ নেয়।  এই প্রসঙ্গে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন যে ১৩ সেপ্টেম্বর বিজেপির তরফে নবান্ন অভিযান কর্মসূচি ছিল। সেখানে রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন।  কিন্তু সেই অভিযানকে পরিকল্পিত ভাবে নস্যাৎ করার জন্যে তৃণমূলের সরকার  যেভাবে বেঙ্গল পুলিশকে লেলিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন করা হয়। এর বিরুদ্ধে আজ এসডিওর কাছে স্মারকলিপি জমা করা হয়।

তিনি বলেন, পুলিশ যেভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে।  তা কোনভাবেই  সহ্য করা যাবেনা। আর এর বিরুদ্ধে আগামী দিনেও বৃহত্তর আন্দোলন চলবে। এদিনের এই  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  সন্তোষ সিং, সৈকত হাজরা, রাহুল সিং সংগঠনের সভাপতি মলয় চক্রবর্তী এবং বিজেপি নেতা কৃষ্ণেন্দু  মুখার্জি, কাউন্সিলর গৌরব গুপ্ত, ভৃগু ঠাকুর, আসানসোল জেলা  বিজেপি যুব মোর্চার সহসভাপতি  জয়দেব  ব্যানার্জি সহ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।