পুলিশের বড়সড়ো সাফল্য, ধৃত ২ দুষ্কৃতি, উদ্ধার ৫ টি চুরি যাওয়া মোটরসাইকেল
# সংবাদ প্রভাতী, ২ সেপ্টেম্বর ২০২২
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ এর বড় সাফল্য। বৃহস্পতিবার রাত্রে অতর্কিত অভিযান চালিয়ে জামুড়িয়া থানার পুলিশ বারাবনি দিক থেকে আসা ২ যুবককে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখেই তাদের জিজ্ঞাসা করার জন্য দাঁড় করাতে গেলে ওই দুই যুবক গাড়ির গতি বাড়িয়ে দেয় পরে জামুড়িয়া থানার পুলিশ ওই গাড়ির পিছু ধাওয়া করে দুই যুবককে আটকালে উঠে আসে গাড়ি চুরির রহস্য।
জানা গেছে ধৃত ২ যুবক বছর উনিশের রাহুল রুইদাস বারাবনি থানার ভানড়া খাস কুটি এলাকার বাসিন্দা ও অপরজন জামুরিয়া থানার ধোয়াডাঙ্গার বছর আঠারোর দানিস আহমেদ বারবনি অভিমুখ থেকে একটি মোটর বাইক চুরি করে জামুরিয়া রাস্তা ধরে ফিরছিল, সে সময় পুলিশের নজরে পড়ে তারা জামুরিয়া থানার পুলিশ বিস্তর প্রচেষ্টার পর তাদের পাকড়াও করে। জানা গেছে ধৃতরা রানীগঞ্জ জামুরিয়া বারাবনি এলাকা থেকে পাঁচটি বাইক চুরি করেছে।
বৃহস্পতিবার রাত্রেই পুলিশ ধৃত ওই দুই যুবককে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে জামুরিয়া থানার ওসি রাহুল মন্ডলের নেতৃত্বে পাঁচটি মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়। যেগুলির মধ্যে একটি চুরি হওয়া মোটর সাইকেল যার
(১) মডেল HERO Honda Glamour, Red & Black Color যার রেজিস্ট্রেশন নং- WB38W-9673, ইঞ্জিন নং JA06EB9GD15493, চেসিস নং MBLJA06ES9GD14434 যা ভানোরা থেকে চুরি করা হয়েছিল, তাদের কাছে আরও চুরি করা মোটর সাইকেল পাওয়া গেছে
(২)হিরো প্রোগ্রাম ফাই ফ্ল্যামার WB38AH-6335, ENG NO JA06ELFGK02038, চেসিস NO MBLJA06EG8GH11097
(৩) হিরো হোন্ডা গ্ল্যামার রেড ব্ল্যাক WB38Q7----8, ইঞ্জি নং 05JAMM06205, চেসিস নং 059AMG09545
(৪) হিরো হোন্ডা গ্ল্যামার রেড, ইঞ্জিন নম্বর MBLJA86AMF9C12891
(৫) স্টিলের রঙের হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল বিয়ারিং রেজি নং WB38Z6448, ইঞ্জিন নং 05G15E23334, চেসিস নং 05G16F22567।
জিজ্ঞাসাবাদে, দুষ্কৃতীরা স্বীকার করেছে যে তারা অন্যান্য সহযোগীদের সাথে আসানসোল এবং বারাবনি এলাকায় মোটর সাইকেল চুরি করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আগামীতে আরও চুরির সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা তার তল্লাশি চালানো হবে বলে জানা গেছে। শুক্রবার পুলিশ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে।