Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিন্দরে রক্তদান শিবির


 

মহিন্দরে রক্তদান শিবির 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের শীতলপুর মহীন্দর যুব সংঘের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। অতিথি হিসাবে ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পারাতল ১ নং পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী, ক্লাবের সভাপতি মানিক লাল হাটি সম্পাদক বংশী ধর ঘোষ সহ ক্লাবের সদস্যরা। 

মেহেমুদ খান জানান বর্তমান সময়ে বিভিন্ন  ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট চলছে। তাই এই সময় শীতলপুর মহিন্দর যুব সংঘ রক্তদান শিবির করছে এটা অত্যন্ত ভালো ব্যাপার বলে তিনি মনে করেন। তার সঙ্গে আরও বলেন মুখ্যমন্ত্রীর ক্লাব গুলোকে অনুদান দেওয়া এখানেই স্বার্থক। এখন রাজ্যের বিভিন্ন ক্লাব রক্তদান শিবির সহ নানা সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যকে ধন্যবাদ জানান। ক্লাবের সভাপতি ও সম্পাদক জানান এই রক্তদান শিবির তাঁরা উৎস্বর্গ করেছেন প্রয়াত ডা: নন্দগোপাল কুমার-কে। আজকের রক্তদান শিবিরে প্রায় ১৩০ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর সেবা সদনের হাতে।