Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি


 

 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি 


কাজল মিত্র, আসানসোল :  দুর্গাপূজা উপলক্ষে ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে  বস্ত্র বিতরণ করা হয় বারাবনি বিধান সভার বিভিন্ন জায়গায়। পশ্চিম বর্ধমান জেলা বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক বিধান উপাধ্যায় তথা আসানসোল মেয়র এর  উদ্যোগে দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন জায়গায়  বস্ত্রবিতরণ কর্মসূচি চলছে। সেই মত  সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়নপুর আমডাঙ্গা দুর্গা পূজা মণ্ডপে  বস্ত্রবিতরণ করেন তিনি।

মঙ্গলবার  সকালে আমডাঙ্গা অগ্রতি সঙ্ঘের  সর্বজনীন দুর্গাপূজা  মণ্ডপে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়  নিজে উপস্থিত থেকে মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। এসিন প্রায় ৩০০ জনের বেশি মহিলাদের হাতে শাড়ি তুলে দেন তিনি । বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, প্রতিবছর পূজায় বস্ত্রবিতরণ করা হয়। তাই এবছরও করা হল। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি অসহায় মহিলারা।

আজকের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, রূপনারায়নপুর পঞ্চায়েতের প্রধান রানু রায়, উপপ্রধান সন্তোষ চৌধুরী, সালানপুর ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং, আছড়া পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম সিং , কয়লাখাদান শ্রমিক সংগঠনের নেতা দিনেশ লাল শ্রীবাস্তব, পুজো মন্ডপের  সকল সদস্যবৃন্দ।