Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী


 

কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন রাজ্যের মন্ত্রী 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমানের আসানসোলে সুফল বাংলার স্টল উদ্বোধন অনুষ্ঠানে এসে কল্যাণেশ্বরী মন্দিরে পূজো দিলেন রাজ্যের শ্রম, কৃষি বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তিনি এদিন সমস্ত মানুষের মঙ্গল কামনা করে পূজো দেন। তিনি বলেন আসানসোল আসলে প্রথম কাজ মায়ের কাছে পুজো দেওয়া। তিনি আরো বলেন, সমস্ত মানুষের মঙ্গল কামনা করে পুজো দিলাম যাতে সবাই ভালো থাকে। 

কল্যানেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ দেওঘরিয়া তাঁর পুজো করেন। তাছাড়া বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করে বলেন তাদের মিছিল ব্যর্থ হবে কারণ মানুষ তাদের সঙ্গে নেই। শুধুমাত্র অভিযোগ ছাড়া ওরা কিছু জানে না। কোনও কিছু করতে গিয়ে যখন ওরা ব্যর্থ হয় তখনই  অভিযোগের আঙুল তোলে।