Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশ দিবসে থানা অফিসার সহ অন্যান্যদের শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি


 

পুলিশ দিবসে থানা অফিসার সহ অন্যান্যদের শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি 


অতনু হাজরা, জামালপুর : আজ পুলিশ দিবস। সারা রাজ্য জুড়ে পুলিশ দিবসে পুলিশদের শুভেচ্ছা জানানো হচ্ছে। সাধারণ মানুষ নিশ্চিন্তে  রাতে ঘুমুতে যান কারণ তাঁরা জানেন পুলিশ থাকে পাহারায়। ২৪ ঘণ্টাই যাঁদের ডিউটি। নাই কোনো ছুটি । পরিবার থেকে থাকতে হয় অনেক দূরে। কিন্তু হাসি মুখে তাঁরা তাঁদের কাজ করে চলেন। সুরক্ষিত রাখেন নাগরিকদের। আজ পুলিশ দিবসে পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং সহ সমস্ত পুলিশ কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান।

 তাঁর সঙ্গে ছিলেন সহ সভাপতি দেবু হেমব্রম, শ্রীমন্ত সাঁতরা, সুনীল ধারা, লাল্টু পাত্র, আহম্মদ মির্জা, হাফিজুর রহমান সহ আরো অনেকে। মেহেমুদ খান বলেন যে মানুষ গুলো সারাদিনে ২৪ ঘণ্টা ডিউটি করে পরিবার থেকে দূরে থেকে আমাদের সুরক্ষা দিচ্ছেন আজ পুলিশ দিবসে সেই পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানাতে পেরে খুবই ভালো লাগছে তাঁর। আজ পুলিশ আছে বলেই সমাজ সুশৃঙ্খল ভাবে চলছে। তিনি তাঁদের প্রত্যেকের সুস্থতা কামনা করেন। আজকের দিনে এই শুভেচ্ছা পেয়ে খুশি ও আনন্দিত হয়েছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং। তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।