পুলিশ দিবসে থানা অফিসার সহ অন্যান্যদের শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পুলিশ দিবসে থানা অফিসার সহ অন্যান্যদের শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি


 

পুলিশ দিবসে থানা অফিসার সহ অন্যান্যদের শুভেচ্ছা জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি 


অতনু হাজরা, জামালপুর : আজ পুলিশ দিবস। সারা রাজ্য জুড়ে পুলিশ দিবসে পুলিশদের শুভেচ্ছা জানানো হচ্ছে। সাধারণ মানুষ নিশ্চিন্তে  রাতে ঘুমুতে যান কারণ তাঁরা জানেন পুলিশ থাকে পাহারায়। ২৪ ঘণ্টাই যাঁদের ডিউটি। নাই কোনো ছুটি । পরিবার থেকে থাকতে হয় অনেক দূরে। কিন্তু হাসি মুখে তাঁরা তাঁদের কাজ করে চলেন। সুরক্ষিত রাখেন নাগরিকদের। আজ পুলিশ দিবসে পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং সহ সমস্ত পুলিশ কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান।

 তাঁর সঙ্গে ছিলেন সহ সভাপতি দেবু হেমব্রম, শ্রীমন্ত সাঁতরা, সুনীল ধারা, লাল্টু পাত্র, আহম্মদ মির্জা, হাফিজুর রহমান সহ আরো অনেকে। মেহেমুদ খান বলেন যে মানুষ গুলো সারাদিনে ২৪ ঘণ্টা ডিউটি করে পরিবার থেকে দূরে থেকে আমাদের সুরক্ষা দিচ্ছেন আজ পুলিশ দিবসে সেই পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানাতে পেরে খুবই ভালো লাগছে তাঁর। আজ পুলিশ আছে বলেই সমাজ সুশৃঙ্খল ভাবে চলছে। তিনি তাঁদের প্রত্যেকের সুস্থতা কামনা করেন। আজকের দিনে এই শুভেচ্ছা পেয়ে খুশি ও আনন্দিত হয়েছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ সিং। তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

Post a Comment

0 Comments