ধান রোয়ার কাজে জেলা সভাধিপতি শম্পা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : চাষের কাজ করতে সরাসরি জমিতে নেমে পড়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। রীতিমতো মাথায় গামছা বেঁধে এবং কোমরে শাড়ির আঁচল গুঁজে কাদা জলে দাঁড়িয়ে ধানের চারা রোপণ করছেন।
গত কয়েকদিন নিম্নচাপের বৃষ্টিতে রোয়ার উপযোগী জল পেয়েই জমি তৈরির কাজ শেষ হতেই শুরু হয়েছে রোয়ার কাজ। আজ পূর্ব বর্ধমানের সভাধিপতি নিজেই জমিতে নেমে রোয়ার কাজ করলেন। তাঁর এহেন কাজে এলাকার ছাত্র যুব মহিলারা কৃষি কাজে বিশেষ ভাবে অনুপ্রাণিত।