চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক


 

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশে উল্লেখযোগ্য কাজের জন্য প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে চিফ মিনিস্টার মেডেল প্রদান করা হয়। এ বছরও ১৫  আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ মেডেল প্রদান করা হবে বলে জানা গেছে। এবছর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য পাঁচজন আইপিএস অফিসার চিফ মিনিস্টার মেডেল পাবেন। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন প্রথমেই ডিজি এন্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল আইপিএস মনোজ মালভিয়া। এছাড়াও রয়েছেন এডিজি এবং আইজিপি সিআইডি আইপিএস আর রাজশেখরণ। হাওড়া পুলিশ কমিশনারেটের সিপি আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠি। বাঁকুড়া রেঞ্জের আইজিপি আইপিএস সুনীল কুমার চৌধুরী। বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার আইপিএস দেবস্মিতা দাস।

এছাড়াও কমেন্ডেবল সার্ভিসের জন্য চিফ মিনিস্টার মেডেল পাচ্ছেন আরো সাতজন আইপিএস। এর মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি আই পি এস অলক রাজোরিয়া। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি আইপিএস রশিদ মুনির খান। ডাইরেক্টরের অফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এআইজি (সিকিউরিটি)  আইপিএস অভ্রু রবীন্দ্রনাথ। কলকাতা সেন্ট্রাল ডিভিশনের ডিসি আই পি এস রুপেশ কুমার। কলকাতা সাউথ ডিভিশনের ডিসি আই পি এস আকাশ মাঘারিয়া। কলকাতা নর্থ ডিভিশনের ডিসি আইপিএস জয়িতা বোস এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আইপিএস কামনাশীষ সেন।