Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক


 

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশে উল্লেখযোগ্য কাজের জন্য প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে চিফ মিনিস্টার মেডেল প্রদান করা হয়। এ বছরও ১৫  আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ মেডেল প্রদান করা হবে বলে জানা গেছে। এবছর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য পাঁচজন আইপিএস অফিসার চিফ মিনিস্টার মেডেল পাবেন। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন প্রথমেই ডিজি এন্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল আইপিএস মনোজ মালভিয়া। এছাড়াও রয়েছেন এডিজি এবং আইজিপি সিআইডি আইপিএস আর রাজশেখরণ। হাওড়া পুলিশ কমিশনারেটের সিপি আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠি। বাঁকুড়া রেঞ্জের আইজিপি আইপিএস সুনীল কুমার চৌধুরী। বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার আইপিএস দেবস্মিতা দাস।

এছাড়াও কমেন্ডেবল সার্ভিসের জন্য চিফ মিনিস্টার মেডেল পাচ্ছেন আরো সাতজন আইপিএস। এর মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি আই পি এস অলক রাজোরিয়া। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি আইপিএস রশিদ মুনির খান। ডাইরেক্টরের অফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এআইজি (সিকিউরিটি)  আইপিএস অভ্রু রবীন্দ্রনাথ। কলকাতা সেন্ট্রাল ডিভিশনের ডিসি আই পি এস রুপেশ কুমার। কলকাতা সাউথ ডিভিশনের ডিসি আই পি এস আকাশ মাঘারিয়া। কলকাতা নর্থ ডিভিশনের ডিসি আইপিএস জয়িতা বোস এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আইপিএস কামনাশীষ সেন।