Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক


 

Chief Minister Medal স্বাধীনতা দিবসে রাজ্যে ১২ জন আইপিএস পাচ্ছেন মুখ্যমন্ত্রী'র পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য পুলিশে উল্লেখযোগ্য কাজের জন্য প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসে চিফ মিনিস্টার মেডেল প্রদান করা হয়। এ বছরও ১৫  আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশ মেডেল প্রদান করা হবে বলে জানা গেছে। এবছর আউটস্ট্যান্ডিং সার্ভিসের জন্য পাঁচজন আইপিএস অফিসার চিফ মিনিস্টার মেডেল পাবেন। পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন প্রথমেই ডিজি এন্ড আইজিপি ওয়েস্ট বেঙ্গল আইপিএস মনোজ মালভিয়া। এছাড়াও রয়েছেন এডিজি এবং আইজিপি সিআইডি আইপিএস আর রাজশেখরণ। হাওড়া পুলিশ কমিশনারেটের সিপি আইপিএস প্রবীণ কুমার ত্রিপাঠি। বাঁকুড়া রেঞ্জের আইজিপি আইপিএস সুনীল কুমার চৌধুরী। বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার আইপিএস দেবস্মিতা দাস।

এছাড়াও কমেন্ডেবল সার্ভিসের জন্য চিফ মিনিস্টার মেডেল পাচ্ছেন আরো সাতজন আইপিএস। এর মধ্যে রয়েছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি আই পি এস অলক রাজোরিয়া। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি আইপিএস রশিদ মুনির খান। ডাইরেক্টরের অফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল এআইজি (সিকিউরিটি)  আইপিএস অভ্রু রবীন্দ্রনাথ। কলকাতা সেন্ট্রাল ডিভিশনের ডিসি আই পি এস রুপেশ কুমার। কলকাতা সাউথ ডিভিশনের ডিসি আই পি এস আকাশ মাঘারিয়া। কলকাতা নর্থ ডিভিশনের ডিসি আইপিএস জয়িতা বোস এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আইপিএস কামনাশীষ সেন।