তৃণমূল যুব কংগ্রেসের ফুটবল প্রতিযোগিতা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূল যুব কংগ্রেসের ফুটবল প্রতিযোগিতা


 

তৃণমূল যুব কংগ্রেসের ফুটবল প্রতিযোগিতা

# সংবাদ প্রভাতী, ১৭ আগস্ট ২০২২


অতনু হাজরা, জামালপুর : রাজ্য তৃণমূল যুব কংগ্রেস এক সপ্তাহব্যাপী খেলা হবে দিবস পালনের  নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে খেলা হবে সপ্তাহ। পূর্ব বর্ধমানের জামালপুরে জেলা যুব সভাপতি অলক কুমার মাঝির নির্দেশে জামালপুর ব্লক যুব সভাপতি ভূতনাথ মালিকের উদ্যোগে জামালপুরের সেলিমাবাদ নিউ তরুণ সংঘের মাঠে সমস্ত শাখা সংগঠন গুলোকে নিয়ে একটি চার দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই চারটি দল হল পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, পারাতল ২ অঞ্চল, মাঝি একাদশ, জোতশ্রীরাম ও সাহাপুর ইউ এফ এ।  এই খেলা দেখতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লকের মহিলা নেত্রী মিঠু মাঝি,জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,  সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি এবং ওবিসি সেলের সভাপতি উত্তম হাজারী সহ অন্যান্যরা।

 ফাইনালে ওঠে দুই দল পাঁচড়া অঞ্চল ও মাঝি একাদশ জোতশ্রীরাম। মাঝি একাদশ ৩- ০ গোলে জয় লাভ করে। বিজয়ী ও  বিজিত দুই দলের হাতে সুন্দর দুটি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ফাইনালে ম্যান অফ দি ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ একাধিক ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এলাকার মানুষ খেলা দেখতে মাঠে ভিড় করেন।

Post a Comment

0 Comments