Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল যুব কংগ্রেসের ফুটবল প্রতিযোগিতা


 

তৃণমূল যুব কংগ্রেসের ফুটবল প্রতিযোগিতা

# সংবাদ প্রভাতী, ১৭ আগস্ট ২০২২


অতনু হাজরা, জামালপুর : রাজ্য তৃণমূল যুব কংগ্রেস এক সপ্তাহব্যাপী খেলা হবে দিবস পালনের  নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে খেলা হবে সপ্তাহ। পূর্ব বর্ধমানের জামালপুরে জেলা যুব সভাপতি অলক কুমার মাঝির নির্দেশে জামালপুর ব্লক যুব সভাপতি ভূতনাথ মালিকের উদ্যোগে জামালপুরের সেলিমাবাদ নিউ তরুণ সংঘের মাঠে সমস্ত শাখা সংগঠন গুলোকে নিয়ে একটি চার দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই চারটি দল হল পাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, পারাতল ২ অঞ্চল, মাঝি একাদশ, জোতশ্রীরাম ও সাহাপুর ইউ এফ এ।  এই খেলা দেখতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লকের মহিলা নেত্রী মিঠু মাঝি,জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,  সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি এবং ওবিসি সেলের সভাপতি উত্তম হাজারী সহ অন্যান্যরা।

 ফাইনালে ওঠে দুই দল পাঁচড়া অঞ্চল ও মাঝি একাদশ জোতশ্রীরাম। মাঝি একাদশ ৩- ০ গোলে জয় লাভ করে। বিজয়ী ও  বিজিত দুই দলের হাতে সুন্দর দুটি ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ফাইনালে ম্যান অফ দি ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ একাধিক ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এলাকার মানুষ খেলা দেখতে মাঠে ভিড় করেন।