Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সারি ধর্মের স্বীকৃতির দাবীতে বিক্ষোভ মিছিল


 

সারি ধর্মের স্বীকৃতির দাবীতে বিক্ষোভ মিছিল


অতনু হাজরা, জামালপুর : আজ ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে  সারা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী সেলকে সঙ্গে নিয়ে ব্লকে ব্লকে সারি ধর্মের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে  ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এসটি সেলের উদ্যোগে জামালপুর ব্লক পার্টি অফিস থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি  মিছিল করা হয়। সারি ধর্মের স্বীকৃতির দাবিতে মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, আদিবাসী সেলের নেতা তারক টুডু, দেবু হেমব্রম, লালু হেমব্রম, জয়দেব দাস, অমিত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। ধামসা মাদল নিয়ে সংগঠিত হয় এই মিছিল। 

অনেক আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলা এই মিছিলে পা মেলান। নিজের বক্তব্যে মেহেমুদ খান জানান, এতদিন পর্যন্ত এই আদিবাসীরা অবহেলিত ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথম এই আদিবাসী সম্প্রদায় কে গুরুত্ব দিয়ে তাদের সামনের সারিতে আনার চেষ্টা করেন। তাদের ধর্ম সারি ধর্ম এই সারি ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। না মানা হলে দলীয় নির্দেশে বৃহত্তর আন্দোলনেও তারা যেতে রাজি।