২২ শে শ্রাবণ
শুভেন্দু সাঁই
আকাশ জুড়ে কালো মেঘ,
বর্ষা আরো ঘন হলো।
ঝমঝম বারি ঝরে -
নদী-পথ জলে থৈ।
কুলকুল শব্দে বয়ে যায় -
নিঃস্তব্দতা। একটা দমকা হাওয়া।
চাল চুয়ে টুপটুপ করে পড়া জল,
চুষে খায়, ঘরের সোঁদা মাটি।
রাখাল বালক আদুল গায়ে -
দাপিয়ে বেড়ায় মাঠ-ঘাট।
লাঙ্গল কাঁধে বাড়ি ফেরে,
চাষি হাল বেয়ে।
আপন গতিতে চলছে প্রকৃতি –
আর জীবন।
দিনটা ২২ শে শ্রাবণ।
সবকিছু ছেড়ে
চলে যায় কবি প্রাণ, অন্য কবি মণ্ডলে।
থাকলো সৃষ্টি, সম্পদ আর বিশাল সম্ভার।
যা নিয়ে আগামী দিন,
বেঁচে থাকবে বহুদিন।
আমাদের ২২ শে শ্রাবণ।