Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

২২ শে শ্রাবণ


 

২২ শে শ্রাবণ 


শুভেন্দু সাঁই



আকাশ জুড়ে কালো মেঘ,

বর্ষা আরো ঘন হলো।

ঝমঝম বারি ঝরে -

নদী-পথ জলে থৈ। 

কুলকুল শব্দে বয়ে যায় -

নিঃস্তব্দতা। একটা দমকা হাওয়া। 

চাল চুয়ে টুপটুপ করে পড়া জল, 

চুষে খায়, ঘরের সোঁদা মাটি। 

রাখাল বালক আদুল গায়ে - 

দাপিয়ে বেড়ায় মাঠ-ঘাট। 

লাঙ্গল কাঁধে বাড়ি ফেরে, 

চাষি হাল বেয়ে। 

আপন গতিতে চলছে প্রকৃতি – 

আর জীবন।

দিনটা ২২ শে শ্রাবণ। 


সবকিছু ছেড়ে

চলে যায় কবি প্রাণ, অন্য কবি মণ্ডলে।

থাকলো সৃষ্টি, সম্পদ আর বিশাল সম্ভার। 

যা নিয়ে আগামী দিন,

বেঁচে থাকবে বহুদিন। 

আমাদের ২২ শে শ্রাবণ।