Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২২ শে শ্রাবণ


 

২২ শে শ্রাবণ 


শুভেন্দু সাঁই



আকাশ জুড়ে কালো মেঘ,

বর্ষা আরো ঘন হলো।

ঝমঝম বারি ঝরে -

নদী-পথ জলে থৈ। 

কুলকুল শব্দে বয়ে যায় -

নিঃস্তব্দতা। একটা দমকা হাওয়া। 

চাল চুয়ে টুপটুপ করে পড়া জল, 

চুষে খায়, ঘরের সোঁদা মাটি। 

রাখাল বালক আদুল গায়ে - 

দাপিয়ে বেড়ায় মাঠ-ঘাট। 

লাঙ্গল কাঁধে বাড়ি ফেরে, 

চাষি হাল বেয়ে। 

আপন গতিতে চলছে প্রকৃতি – 

আর জীবন।

দিনটা ২২ শে শ্রাবণ। 


সবকিছু ছেড়ে

চলে যায় কবি প্রাণ, অন্য কবি মণ্ডলে।

থাকলো সৃষ্টি, সম্পদ আর বিশাল সম্ভার। 

যা নিয়ে আগামী দিন,

বেঁচে থাকবে বহুদিন। 

আমাদের ২২ শে শ্রাবণ।