Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সাপের কামড়ে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


 

সাপের কামড়ে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 


অতনু হাজরা, জামালপুর : সাপের কামড়ে মৃত ব্যক্তিদের পরিবারের হাতে  আর্থিক সহায়তা প্রদান করলো পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর। উল্লেখ্য জৌগ্রাম ও আজাপুরের বাসিন্দা শ্রীমতি মান্ডি ও রঞ্জিতা দাস নামে দুই মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। সেই মৃত দু'জনের পরিবারকে সরকারি ভাবে সাহায্য করা হলো আজ।  সোমবার জামালপুর ব্লক অফিসে তাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হলো।

 তাদের হাতে  সরকারি সাহায্যের এই চেক তুলে দেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি ও ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়। বিধায়ক বলেন, মানুষের জীবনের বিকল্প টাকা না হলেও এই টাকা অসহায় পরিবারগুলোর খুবই কাজে লাগবে। বাচ্চাদের পড়াশুনাতেও কাজে লাগবে। 

মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সব দিকেই নজর রাখেন। মানুষগুলোর জীবন ফিরে না পাওয়া গেলেও পরিবার গুলোর এই টাকা কাজে লাগবে।