সাপের কামড়ে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সাপের কামড়ে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


 

সাপের কামড়ে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান 


অতনু হাজরা, জামালপুর : সাপের কামড়ে মৃত ব্যক্তিদের পরিবারের হাতে  আর্থিক সহায়তা প্রদান করলো পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর। উল্লেখ্য জৌগ্রাম ও আজাপুরের বাসিন্দা শ্রীমতি মান্ডি ও রঞ্জিতা দাস নামে দুই মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। সেই মৃত দু'জনের পরিবারকে সরকারি ভাবে সাহায্য করা হলো আজ।  সোমবার জামালপুর ব্লক অফিসে তাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হলো।

 তাদের হাতে  সরকারি সাহায্যের এই চেক তুলে দেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি ও ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখোপাধ্যায়। বিধায়ক বলেন, মানুষের জীবনের বিকল্প টাকা না হলেও এই টাকা অসহায় পরিবারগুলোর খুবই কাজে লাগবে। বাচ্চাদের পড়াশুনাতেও কাজে লাগবে। 

মেহেমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সব দিকেই নজর রাখেন। মানুষগুলোর জীবন ফিরে না পাওয়া গেলেও পরিবার গুলোর এই টাকা কাজে লাগবে।

Post a Comment

0 Comments