Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষ্ণ লীলা (গরু চুরির কাহিনী অবলম্বনে)


 

কৃষ্ণ লীলা 
(গরু চুরির কাহিনী অবলম্বনে)


💠  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


গরু চুরি নয় গো এটা

এটা হল পাচার,

কেন বলছ গরু চুরি

শুধু মিথ্যে প্রচার! 


অঙ্ক ভুল করলে বলত

মাস্টার মশায় গরু,

পাচার টাকে চুরি বলে

অঙ্কের ভুল শুরু। 


পাচার হল চালান করা

এটা হল ব্যবসা,

গরু হাটিতে কেনা বেচা

জি এস টি'র নেই নকশা। 


এই ব্যবসা আদ্যি কালের

বহু পুরনো প্রথা,

গোষ্ঠে যেতেন কেষ্ট ঠাকুর

অজানা অনেক কথা। 


গরুর দুধে সোনা আছে

জানা ছিলনা এটা,

গরু রপ্তানির আসল কারন

হয়তো আসলে  এটা! 


গোবরে হয় গ্যাস উৎপন্ন

হাড়ের গুঁড়োয় সার,

গোমূত্রে রোগের বিনাশ

দধিচির অহংকার। 


গো পূজন, গো পালন

গোশালা পূণ্যধাম,

কৃষ্ণ বাস  করেন সেখানে

দেখে পূণ্যবান। 


বলরাম হলেন হলধর

চাষ করেন মাঠে,

কৃষ্ণ হলো রাখাল রাজা

গরুর সাথে থাকে। 


গরু কখনো বাছুর হয়

সীমান্ত পার হতে,

প্রহরীরা হয় ঘুমে কাতর

নন্দ গাঁয়ের পথে।

 লেখক : অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ও আইনজীবি।