Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনেক গানের প্রতিভা নিয়ে মঞ্চে আসছেন রূপঙ্কর


 

অনেক গানের প্রতিভা নিয়ে মঞ্চে আসছেন রূপঙ্কর 


মোল্লা জসিমউদ্দিন, কলকাতা 


নাটক করেন, সুর সৃষ্টি করেন, গান করেন, শেখানও। তিনি রূপঙ্কর। কোভিড অতিমারি পরিস্থিতির আগে হয়েছিল রূপঙ্কর মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান। তারপরতো অনলাইন জীবন, গানের ক্লাসও অনলাইনে শুরু হলো। অ্যাকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল বর্ধমানে।  অ্যাকাডেমির শাখা কলকাতার কেষ্টপুর, যাদবপুর, নৈহাটিতে থাকলেও অনলাইন ক্লাসেও রূপঙ্কর অ্যাকাডেমির কাজে যথেষ্ট সময় দেন। আগামী ২ সেপ্টেম্বর, গিরীশ মঞ্চে রূপঙ্কর মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠানে সলিল চৌধুরীর গানে শ্রদ্ধা জানাবেন কিংবদন্তি শিল্পীকে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস,  ওই দিন বাংলার সংস্কৃতি প্রেমী মানুষ হারিয়েছিল সলিল চৌধুরীকে। সেই দিনকে মাথায় রেখে সাজানো রূপঙ্করের বিশেষ নিবেদন। ছাত্র-ছাত্রীরা গাইবেন এতদিনর শেখা গানের মধ্যে কিছু নির্বাচিত গান। 

রূপঙ্কর কিছুদিন আগে মঞ্চে ফিরেছিলেন কৃষ্টি পটুয়ার নতুন প্রযোজনা চাঁদমারি নিয়ে। লকডাউনে অনেক কিছুই মঞ্চে এসে করা হয়নি। তার মধ্যে নিজেদের মিউজিক অ্যাকাডেমির অনুষ্ঠান অন্যতম। অনেকে বাইরের শহর থেকেও আসছেন পারফর্ম করতে।অনুষ্ঠানে সম্মান জানানো হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে। রূপঙ্কর জানালেন, "অনলাইনে ক্লাস হয়, অনুষ্ঠানও করেছি কিন্তু মঞ্চে মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান অনেকদিন বাদে হচ্ছে। আমরা গানে, গানে সলিল চৌধুরীর একটা বিশেষ শ্রদ্ধাজ্ঞলির আয়োজন করেছি। জীবনের অনেক ওঠা-পড়া, ভাঙা-গড়ায় ওঁনার গান  আমাদের শক্তি জোগায়, অনুপ্রাণিত করে।আশা করি  সবার এই উদ্যোগ  ভালো লাগবে।"