Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জমিদার সারদা প্রসাদ সিংহ'র জন্মদিন পালন


 

জমিদার সারদা প্রসাদ সিংহ'র জন্মদিন পালন 

# সংবাদ প্রভাতী, ১৯ আগস্ট ২০২২

অতনু হাজরা, জামালপুর :  পূর্ব বর্ধমানের জামালপুরের চকদীঘী গ্রাম। খুবই বর্ধিষ্ণু এই গ্রাম। এই গ্রামেই আজ থেকে ১৮৬ বছর আগে জন্মগ্রহণ করেন এলাকার বিখ্যাত মানুষ শুধু মানুষ নয় মহাপুরুষ জমিদার সারদা প্রসাদ সিংহ। দান - ধ্যানের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। একপ্রকার দানবীর ছিলেন তিনি। এলাকার চকদীঘি হাই স্কুলটিও তাঁরই দানকরা। আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই স্কুলেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ তথা জামালপুর কলেজ পরিচালন কমিটির সভাপতি ভূতনাথ মালিক।

 উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রমেশ দত্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ্বর দে, অমিত সিংহরায়, বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, শ্রীমন্ত সাঁতরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। সারদা প্রসাদ সিংহরায়ের ছবিতে মাল্যদান করেন মেহেমুদ খান ও ভূতনাথ মালিক।  বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।

 মেহেমুদ খান উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন জীবনে মানুষের মত মানুষ হতে হবে, প্রতিষ্ঠা পেতে হবে আর এগুলি করতে গেলে সারদা প্রসাদ সিংহ'র মতো মানুষদের অনুসরণ করতে হবে। এঁদের চিন্তাধারার সাথে পরিচিত হতে হবে। তিনি আরো বলেন আজকের দিনে স্কুলে এসে সারদা প্রসাদের ছবিতে মাল্যদান করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন তিনি।

 ভূতনাথ বাবু বলেন সারদা প্রসাদের কথা শুধু জামালপুরের চকদীঘিতে নয় তাঁর নাম    চারিদিকে ছড়িয়ে রয়েছে। তাঁর মতো মহান মানুষের জন্মদিনের অনুষ্ঠানে থাকতে পারে খুব ভালো লাগছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ্বর দে বলেন, প্রতিবছরই সম্মান ও শ্রদ্ধার সাথে তাঁরা এই দিনটি পালন করে থাকেন। বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।