সিংহাসন
দিলীপ রঞ্জন ভাদুড়ী
রাম গিয়েছেন বনবাসে
সঙ্গে আছেন সীতা,
ভাই লক্ষ্মণ সাথে পথে
আদেশ দিয়েছেন পিতা।
কৌশল্যা রামের মাতা
অধীর পুত্র শোকে,
দশরথ রাজা তখন
অভিশাপ নিয়ে বুকে।
অন্ধ পিতা মাতার কথা
তখন মনে পড়ে,
শ্রবণ কুমার হত্যা পাপে
তিনি গেলেন মরে।
রাজ সিংহাসন খালি হল
ভরত হবেন রাজা,
ভরত তখন ভেবে দেখেন
কেন নেবেন সাজা!
রাজ সিংহাসন থাকবে খালি
রামের অবর্তমানে,
পাদুকা থাকবে সেখানে তার
গোপন থাকবে মনে।
এই প্রথাটাই দেখছি এখন
দিব্যি চালু আছে,
রাজপদটি খালিই থাকে
লুকোনো মনের কাছে।