সিংহাসন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সিংহাসন


 

সিংহাসন 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


রাম গিয়েছেন বনবাসে

সঙ্গে আছেন সীতা,

ভাই লক্ষ্মণ সাথে পথে

আদেশ দিয়েছেন পিতা।

কৌশল্যা রামের মাতা

অধীর পুত্র শোকে,

দশরথ রাজা তখন

অভিশাপ নিয়ে বুকে।

অন্ধ পিতা মাতার কথা

তখন মনে পড়ে,

শ্রবণ কুমার হত্যা পাপে

তিনি গেলেন মরে।

রাজ সিংহাসন খালি হল

ভরত হবেন রাজা,

ভরত তখন ভেবে দেখেন

কেন নেবেন সাজা!

রাজ সিংহাসন থাকবে খালি

রামের অবর্তমানে,

পাদুকা থাকবে সেখানে তার

গোপন থাকবে মনে।

এই প্রথাটাই দেখছি এখন

দিব্যি চালু আছে,

রাজপদটি খালিই থাকে

লুকোনো মনের কাছে।

Post a Comment

0 Comments