জয়হিন্দ বাহিনীর স্বাধীনতা দিবস পালন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি যথাযত মর্য্যাদায় পালন করা হয়। আজ সকালে সংগঠনের কার্য্যালয়ে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ দাস জাতীয় পতাকা উত্তোলন করেন। দলীয় কর্মীরা বন্দেমাতরম স্লোগানে মুখর হয়ে ওঠে। বর্ধমান উন্নয়ন সংস্থার ভাইস চেয়ারম্যান আইনুল হক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এছাড়া স্বাধীনতা আন্দোলনের অন্যান্য প্রতিকৃতিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, জেলার প্রাক্তন যুব সভাপতি তথা কাউন্সিলর রাসবিহারী হালদার, জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস, চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ্য সংখ্যা লঘু সেলের শহর সভাপতি ইমরান কায়ূম সহ অনিল সাউ এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ।