Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব সংসদ প্রতিযোগিতা


যুব সংসদ প্রতিযোগিতা 



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে  অনুষ্ঠিত হলো যুব সংসদ প্রতিযোগিতা। জামালপুর ব্লকের বনবিবিতলা হাই স্কুল, অমরপুর বি এ গার্লস হাই স্কুল, পর্বতপুর গার্লস হাই স্কুল, নবগ্রাম ময়না পুলিনবিহারী হাই স্কুল, কুলিনগ্রাম হাই স্কুল, বাণী বিদ্যাপীঠ হাই স্কুল, জামালপুর গার্লস হাই স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যুব সংসদ ছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, প্রবন্ধ রচনা ও ক্যুইজ প্রতিযোগিতাও হয়। 

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, দুই জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, অরিন্দম জানা, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, দুই এস আই রাজেন্দ্র প্রসাদ মাজী ও অনিন্দিতা সাহা, ব্লক যুব আধিকারিক সমরেশ দেবনাথ, অনুপম চ্যাটার্জী, শিক্ষক দেবব্রত মুখার্জী সহ অন্যান্যরা। সারা দিন ব্যাপী চলে অনুষ্ঠান। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কার ও সাথে সার্টিফিকেট প্রদান করা হয়। যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও তিনটি দলকেই তিনটি  সুদৃশ্য  ট্রফি, মেডেল,  সার্টিফিকেট সহ আটটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়।

 যেমন সেরা স্পিকার, সেরা মুখ্যমন্ত্রী, সেরা  বিধায়ক, সেরা বিরোধী দলনেতা প্রভৃতি। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে সার্টিফিকেট দেওয়া হয়। উপস্থিত অতিথিদের ও বিচারকদেরও বিশেষ মেমেন্টো দেওয়া হয়।  যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম হয় কুলীনগ্রাম হাই স্কুল।