Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের তৎপরতা


 

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের তৎপরতা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। জেলা শাসক তথা  জেলা নির্বাচন অফিসারদের চিঠি দিয়েছেন কমিশন সচিব নীলাঞ্জন শান্ডিল্য। আসলে সময়ের নিরিখে  রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা আগামী  ২০২৩ সালের এপ্রিল মাসে। তার আগে পুনর্বিন্যাস আর সংরক্ষণ নিয়ে জেলাগুলিকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।  জেলাগুলোকে এই বিষয়ে বিশদভাবে অবহিত করতে  ৮ আগস্ট  ওয়ার্কশপ করছে কমিশন। আর এই কর্মশালার আয়োজনকে ভোটের প্রস্তুতি বলেই মনে করছেন প্রশাসনের একাংশের। 

এদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে গোটা রাজ্যে তৃণমূলের নেতা-কর্মীদের কাজের লিখিত রিপোর্ট হাতে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য একেবারে কর্পোরেট সংস্থার ধাঁচে বুথ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত নেতা-কর্মীদের কাজের রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে দল। দলীয় নেতৃত্ব ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সক্রিয়তা যাচাই করতেই এমন রিপোর্ট চাইছে দল।