Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের তৎপরতা


 

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনের তৎপরতা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। জেলা শাসক তথা  জেলা নির্বাচন অফিসারদের চিঠি দিয়েছেন কমিশন সচিব নীলাঞ্জন শান্ডিল্য। আসলে সময়ের নিরিখে  রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা আগামী  ২০২৩ সালের এপ্রিল মাসে। তার আগে পুনর্বিন্যাস আর সংরক্ষণ নিয়ে জেলাগুলিকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।  জেলাগুলোকে এই বিষয়ে বিশদভাবে অবহিত করতে  ৮ আগস্ট  ওয়ার্কশপ করছে কমিশন। আর এই কর্মশালার আয়োজনকে ভোটের প্রস্তুতি বলেই মনে করছেন প্রশাসনের একাংশের। 

এদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে গোটা রাজ্যে তৃণমূলের নেতা-কর্মীদের কাজের লিখিত রিপোর্ট হাতে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য একেবারে কর্পোরেট সংস্থার ধাঁচে বুথ, ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত নেতা-কর্মীদের কাজের রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে দল। দলীয় নেতৃত্ব ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের ইতিমধ্যেই এই বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সক্রিয়তা যাচাই করতেই এমন রিপোর্ট চাইছে দল।