Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

চাকরিতে নিয়োগের দাবিতে অনশন ধর্ণা


 

চাকরিতে নিয়োগের দাবিতে অনশন ধর্ণা

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমানে ইসিএল অ্যাপ্রেন্টিস সংঘ এর তরফে কুলটির সাঁকতোড়িয়া ই সি এল এর সদর দফতরে নিয়োগের দাবিতে ধর্ণায় বসে চাকরি প্রার্থীরা। বুধবার ইসিএলের সদর দপ্তরের বাইরে এই ধর্ণা আন্দোলন চলে। এই প্রসঙ্গে ইসিএল অ্যাপ্রেন্টিস সংঘের নেতৃত্বরা দাবী জানান,  ইসিএলে সমস্ত অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করতে হবে। এমনকি কোল ইন্ডিয়াকে সমস্ত অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করতে হবে। এই দাবিতে ইসিএলের সদর দপ্তরের বাইরে ধর্ণা আন্দোলন করে অ্যাপ্রেন্টিস সংঘ। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিন আন্দোলনকারী রকি খান বলেন, 'আমরা আইটিআই পাস করা ছাত্র যারা এক বছর ধরে ইসিএল-এ ট্রেনিং নিয়েছি অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেষ হবার পর ই সি ল কর্তৃপক্ষ আমাদের একটা সার্টিফিকেট ইস্যু করে কিন্তু যখন আমরা ওই সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় দাখিল করি সেখানে তা গ্রাহ্য হয় না। তাই আমরা সমস্ত অ্যাপ্রেন্টিস এর ছাত্র-ছাত্রীরা ২৪ আগস্ট থেকে অনশনে বসেছি  যতক্ষণ না  ইসিএল ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলছে বা আমাদের  চাকরির ব্যাবস্থা করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাবো'।