Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চাকরিতে নিয়োগের দাবিতে অনশন ধর্ণা


 

চাকরিতে নিয়োগের দাবিতে অনশন ধর্ণা

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমানে ইসিএল অ্যাপ্রেন্টিস সংঘ এর তরফে কুলটির সাঁকতোড়িয়া ই সি এল এর সদর দফতরে নিয়োগের দাবিতে ধর্ণায় বসে চাকরি প্রার্থীরা। বুধবার ইসিএলের সদর দপ্তরের বাইরে এই ধর্ণা আন্দোলন চলে। এই প্রসঙ্গে ইসিএল অ্যাপ্রেন্টিস সংঘের নেতৃত্বরা দাবী জানান,  ইসিএলে সমস্ত অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করতে হবে। এমনকি কোল ইন্ডিয়াকে সমস্ত অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করতে হবে। এই দাবিতে ইসিএলের সদর দপ্তরের বাইরে ধর্ণা আন্দোলন করে অ্যাপ্রেন্টিস সংঘ। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিন আন্দোলনকারী রকি খান বলেন, 'আমরা আইটিআই পাস করা ছাত্র যারা এক বছর ধরে ইসিএল-এ ট্রেনিং নিয়েছি অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ শেষ হবার পর ই সি ল কর্তৃপক্ষ আমাদের একটা সার্টিফিকেট ইস্যু করে কিন্তু যখন আমরা ওই সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় দাখিল করি সেখানে তা গ্রাহ্য হয় না। তাই আমরা সমস্ত অ্যাপ্রেন্টিস এর ছাত্র-ছাত্রীরা ২৪ আগস্ট থেকে অনশনে বসেছি  যতক্ষণ না  ইসিএল ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলছে বা আমাদের  চাকরির ব্যাবস্থা করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাবো'।