Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র হেভিওয়েট দুই নেতা শুভেন্দু-সুকান্ত এক সঙ্গে বর্ধমানে


 

বিজেপি'র হেভিওয়েট দুই নেতা শুভেন্দু-সুকান্ত এক সঙ্গে বর্ধমানে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  শনিবার বর্ধমানে আসছেন বিজেপির হেভি ওয়েট দুই নেতা। এই দুই নেতার বর্ধমানে আগমন ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রীতিমত সাজো সাজো রব। ২০ আগস্ট শহর বর্ধমানে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা জানান, আগামীকাল বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে বড় নীলপুর মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। ওই পদযাত্রায় অংশ নিতেই বর্ধমানে আসছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

অভিজিৎ তা আরও জানান, রাজ্যের তৃণমূল সরকার এবং তার নেতা-নেত্রীদের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং জনমত গড়ে তুলতেই এই পদযাত্রা হবে। পদযাত্রা শেষে বড় নীলপুর মোড়ে একটি সভায় বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী।