দেড় লক্ষাধিক টাকা সহ ৪১ কেজি গাঁজা উদ্ধার, দুই মহিলা সহ গ্রেপ্তার ৩
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে ফের গাঁজা উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে। আর এই ঘটনায় পুলিশ দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ডেপুটি পুলিশ সুপার (সদর) রাকেশ চৌধুরী জানান, ধৃতরা হল বিজয় দাস ওরফে বুলেট ওরফে রাজা, মানা দাস এবং গীতা পাশোয়ান। ধৃতদের হেফাজত থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজার পাশাপাশি ১ লক্ষ ৬০ হাজার ৪৪০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশী হেফাজতের আবেদন জানালে বিচারক পাঁচ দিন পুলিশী হেফাজত মঞ্জুর করেছেন।