আদিবাসী মোড়লদের সম্বর্ধনায় নজির জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আদিবাসী মোড়লদের সম্বর্ধনায় নজির জামালপুরে


 

আদিবাসী মোড়লদের সম্বর্ধনায় নজির জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মোড়লদের  সংবর্ধনা জানালো পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। রাজ্যে এমন নজির প্রথম বলেই মনে করছেন সকলে। এদিন মোড়লদের ধুতি, ফুলের তোড়া ও উত্তরিয় সহযোগে সম্মানিত করা হয়। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের কচিকাঁচাদের কেক বিস্কুট খাইয়ে আনন্দ ভাগ করে নেন জামালপুর ব্লকের তরুন এই নেতা। 

রাজ্যে এই প্রথম এভাবে আদিবাসী সম্প্রদায়ের মোড়লদের সম্মান জানালো নেতৃত্ব। খোলা মঞ্চ কিংবা ইনডোর অনুষ্ঠান করে নয় একেবারে বাড়ি বাড়ি গিয়ে এমন সংবর্ধনা দেওয়া হয়।  আর এটাই সাহাবুদ্দিন মন্ডলের চিন্তা ও কর্মপ্রণালীর  অভিনবত্ব। প্রতিটি বিষয় এভাবেই চিন্তা করেন তরুন এই নেতা। প্রতিটি পেশা প্রতিটি সম্প্রদায়ের আবেগকে গুরুত্ব দিয়ে সর্বদা তাদের পাশে গিয়ে দাড়ান সাহাবুদ্দিন মন্ডল। সিভিক ভলেন্টিয়ারর থেকে আশাকর্মী, সুবিধা বঞ্চিত মানুষ থেকে শুরু করে তৃতীয় লিঙ্গের মানুষ সহ সকলের কথা ভাবেন তিনি।সকলের সব অনুষ্ঠানে নিজের মতো করে পাশে থাকার আর এক নাম সাহাবুদ্দিন মন্ডল এমনটাই মনে করেন জামালপুর ব্লকের মানুষজন। এবার আরও একবার নজিরবীহিন দৃষ্টান্ত স্থাপন করলেন সাহাবুদ্দিন মন্ডল। আদিবাসী দিবসে এই প্রথম কেউ বাড়ি বয়ে সম্মান জানাবে কল্পনা করতে পারেনি আদিবাসী সম্প্রদায়ের মোড়লরা। তরুন এই নেতার এমন উদ্যোগকে হাজার  অনুষ্ঠানের মাঝে আদিবাসী দিবসের সেরা উদ্যোগ বলে মনে করছেন জামালপুর ব্লকের ওয়াকিবহাল মহল।

Post a Comment

0 Comments