ছাত্র সমাবেশকে সফল করে তুলতে প্রস্তুতি
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আগামী ২৮ আগস্ট। এই দিনটিকে সামনে রেখে ২৯ আগস্ট উদযাপনের আয়োজন করছে জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। তারই প্রস্তুতি শুরু হয়েছে। আজ জামালপুর মহাবিদ্যালয়ে গেটের সামনে জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও জামালপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন টি এম সি পি'র সাধারণ সম্পাদক সরুখ আহম্মেদ ও সুদীপ বিশ্বাস, জামালপুর কলেজের ছাত্র নেতা সামসুদ্দিন মল্লিক সহ অন্যান্যরা। বিট্টু মল্লিক জানান কলকাতার ঐতিহাসিক ছাত্র সমাবেশে জামালপুর থেকে প্রচুর সংখ্যায় ছাত্র ছাত্রী সেদিন কলকাতার রাজপথে থাকবে।