চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

সর্বমঙ্গলা মাতার মন্দিরে রাখী বন্ধন উৎসব


 

সর্বমঙ্গলা মাতার মন্দিরে রাখী বন্ধন উৎসব 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  বর্ধমানের অধিষ্ঠাত্রি দেবী সর্বমঙ্গলা মাতার মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হলো রাখী বন্ধন উৎসব। বর্ধমান সাহিত্য পরিষদের আয়োজনে আজ সকাল ১০ টা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলে।  উদ্বোধন করেন বর্ধমানের পৌরপতি শিক্ষাবিদ পরেশ চন্দ্র সরকার।  অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সুশান্ত কুমার দাস, ডাঃ আবীর গুহ, কাউন্সিলর শ্যামা প্রসাদ ব্যানার্জি, সুকৃতী হাজরা, কবি সাহিত্যিক ডঃ দেবেশ ঠাকুর সহ স্বপন হাজরা, প্রদীপ ব্যানার্জী প্রমুখ।  সভাপতিত্ব করেন নিতাই মুখার্জী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলী। 

কথা, কবিতায় এবং গান, গল্পে জমে ওঠে রাখী বন্ধনের অনুষ্ঠান। সমবেত সঙ্গীত ও একক সঙ্গীত পরিবেশিত হয়। এক ঝাঁক শিল্পী দের মধ্য সঙ্গীত পরিবেশন করেন লিলি দাস, শুক্লা গাঙ্গুলী, মনিদীপা মজুমদার, মুক্তা রায়, রুবী আজমী, নেহা আজমী, করবী ঘোষ, সোমা ভট্টাচার্য, স্বাতী ব্যানার্জী, রীতা সাউ, চন্দ্রা বসাক, কাজল সাহা, মিতা মণ্ডল, যমুনা চ্যাটার্জী, রুমা গুহ, পূর্বাশা ভান্ডারী দে, চন্দনা সরকার, অনামিকা কোনার, রাজলক্ষ্মী রায়, প্রীতি বিশ্বাস, রিংকু দে, মানসী মিত্র, সুমিত্রা ভট্টাচার্য, সবিতা চ্যাটার্জী। আবৃতি পরিবেশন  করেন অতিথি শিল্পী সঙ্গীতা চৌধুরী, মধুমিতা পিরি, সুকৃতি হাজরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রীতা ঘোষ। সমগ্র অনুষ্ঠানে সহযোগিতা করেন মা সর্ব মঙ্গলা মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক আইনজীবী সঞ্জয় ঘোষ। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায়, অনন্ত মণ্ডল, সুজিত চক্রবর্তী,  সাংবাদিক উদিত সিংহ, আমিনুর রহমান, দুরন্ত কুমার নাগ, অপূর্ব দাস প্রমুখ।