দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক


 

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক 

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় কুলটির ৬৩ নম্বর ওয়ার্ডে  টিবি হাসপাতাল সংলগ্ন  ফুটবল মাঠে ফুটবল প্রেমী হামিদ হোসেনের স্মরণে আজ থেকে দু'দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর সেলিম আখতার আনসারী ও তৃণমূল নেতা তানভীর ইমাম এবং অন্যান্য অতিথিরা। এদিন ফিতে কেটে এবং এক ফুটবল কিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। উদ্বোধনী ম্যাচটি শুভম ইলেভেন বনাম ফ্রেন্ডস এফ সি'র মধ্যে অনুষ্ঠিত হয়।   উদ্বোধনী বক্তব্যে কুলটি থানা ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত তাদের উৎসাহ দেন। একই সঙ্গে তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।  তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও বাড়ায়।  খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।  তিনি খেলোয়াড়দের খেলার চেতনায় খেলা খেলতে উদ্বুদ্ধও করেন।  এভাবেই ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আক্তার আরো বলেন, টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার খেলোয়াড়রা তাদের মেধা বৃদ্ধির সুযোগ পাবে।  এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়।

Post a Comment

0 Comments