Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক


 

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক 

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় কুলটির ৬৩ নম্বর ওয়ার্ডে  টিবি হাসপাতাল সংলগ্ন  ফুটবল মাঠে ফুটবল প্রেমী হামিদ হোসেনের স্মরণে আজ থেকে দু'দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর সেলিম আখতার আনসারী ও তৃণমূল নেতা তানভীর ইমাম এবং অন্যান্য অতিথিরা। এদিন ফিতে কেটে এবং এক ফুটবল কিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। উদ্বোধনী ম্যাচটি শুভম ইলেভেন বনাম ফ্রেন্ডস এফ সি'র মধ্যে অনুষ্ঠিত হয়।   উদ্বোধনী বক্তব্যে কুলটি থানা ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত তাদের উৎসাহ দেন। একই সঙ্গে তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।  তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও বাড়ায়।  খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।  তিনি খেলোয়াড়দের খেলার চেতনায় খেলা খেলতে উদ্বুদ্ধও করেন।  এভাবেই ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আক্তার আরো বলেন, টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার খেলোয়াড়রা তাদের মেধা বৃদ্ধির সুযোগ পাবে।  এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়।