Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক


 

দু'দিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ আধিকারিক 

কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় কুলটির ৬৩ নম্বর ওয়ার্ডে  টিবি হাসপাতাল সংলগ্ন  ফুটবল মাঠে ফুটবল প্রেমী হামিদ হোসেনের স্মরণে আজ থেকে দু'দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ও ওয়ার্ড কাউন্সিলর সেলিম আখতার আনসারী ও তৃণমূল নেতা তানভীর ইমাম এবং অন্যান্য অতিথিরা। এদিন ফিতে কেটে এবং এক ফুটবল কিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক। উদ্বোধনী ম্যাচটি শুভম ইলেভেন বনাম ফ্রেন্ডস এফ সি'র মধ্যে অনুষ্ঠিত হয়।   উদ্বোধনী বক্তব্যে কুলটি থানা ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত তাদের উৎসাহ দেন। একই সঙ্গে তিনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।  তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতাও বাড়ায়।  খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।  তিনি খেলোয়াড়দের খেলার চেতনায় খেলা খেলতে উদ্বুদ্ধও করেন।  এভাবেই ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আক্তার আরো বলেন, টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকার খেলোয়াড়রা তাদের মেধা বৃদ্ধির সুযোগ পাবে।  এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়।