Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আসানসোল উপনির্বাচনে ৫৪৭৭ ভোটে জয়ী হলেন  বিধান উপাধ্যায়


 

আসানসোল উপনির্বাচনে ৫৪৭৭ ভোটে জয়ী হলেন  বিধান উপাধ্যায় 

# সংবাদ প্রভাতী, ২৪ আগস্ট ২০২২

কাজল মিত্র, আসানসোল : আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধায়ক বিধান উপাধ্যায়। গত ২১ আগষ্ট আসানসোল পৌরসভার  ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।  আর সেই উপনির্বাচনের   ভোট গণনা বুধবার সকাল আটটার সময় শুরু হয় আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে।  ১৪ টি বুথের মোট  ভোটার সংখ্যা ছিল ১০ হাজার ৮০০ জন। যার মধ্যে ভোট দিয়েছিল ৮৪৫৭  জন অর্থাৎ ভোট পড়ে ৮২.৬৪ শতাংশ। ভোট শেষ হওয়ার পরে ১৪ টি বুথের ইভিএম আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে স্ট্রং রুমে  রাখা হয়েছিলো। এদিন ঠিক সকাল আটটার সময় চার দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়। তারপর নির্দিষ্ট টেবিলে এনে গণনা শুরু হয়। সপ্তম রাউন্ডে অর্থাৎ ভোট শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় মোট  ৬৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের শুভাশীষ মন্ডল, তাঁর প্রাপ্ত ভোট ১২০৬। বিজেপির শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫ ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩ টি ভোট। এদিন জয়ী হবার খবর পরেই বিধান উপাধ্যায়  প্রথমেই  পাঁচগেছিয়া বাড়িতে পৌঁছে মা  রুক্মিণী   উপাধ্যায় এর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন। রুক্মিণী দেবী ছেলের মুখে মিষ্টি তুলে দেন।

 এরপর সেখান থেকে পাঁচগেছিয়া কার্যালয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায় এর  মূর্তিতে  মালা পড়িয়ে প্রণাম করেন। তিনি বারাবনি বিধান সভার তিনবারের বিধায়ক এবার আসানসোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী কাউন্সিলর। যদিও তিনি কাউন্সিলর হবার পূর্বেই মেয়র পদে আসীন।  তাই ছয়মাসের মধ্যে কোনও ওয়ার্ড থেকে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হতে হবে। প্রশাসনিক নিয়ম মেনে সেটাই হলো। তিনি জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে উন্নয়ন করছেন তাতে জয় নিশ্চিত ছিল। বিজয়ী বিধান উপাধ্যায় বলেন এলাকায় যেসকল সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে। পানীয় জলের সমস্যা নিরসনে কাজ চলছে।