Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রেল কারখানার প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারে ছুটন্ত ঘোড়ার মডেল, জেনারেল ম্যানেজার কি বললেন

 


রেল কারখানার প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারে ছুটন্ত ঘোড়ার মডেল, জেনারেল ম্যানেজার কি বললেন 


কাজল মিত্র, আসানসোল : রেল ইঞ্জিন তৈরির পরিত্যক্ত  যন্ত্রাংশ দিয়ে  ছুটন্ত ঘোড়ার মডেল তৈরি করলেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কয়েকজন সুদক্ষ কর্মী।আর এই লোহার যন্ত্রাংশ দিয়ে তৈরি ঘোড়াকে চিত্তরঞ্জন রেল কারখানার ধারাবাহিক উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করলেন জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যপ। সিএলডব্লু'র এমটিএস ৫৬ নম্বর শপের কর্মী পার্থ চ্যাটার্জি, রাজেশ সরকার, মানস কুমার আদক, রাজকৃষ্ণ আচার্য, সন্তোষ রায়, ভি কে সিং, সুমন বিশ্বাস এবং এম ভান্ডারী তাদের সর্বোচ্চ দক্ষতাকে ব্যবহার করে রেল ইঞ্জিন তৈরির ছাঁটাই লোহার বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে প্রমাণ সাইজের এই ঘোড়া তৈরি করেছেন।

 ১৮ আগস্ট বিকেল তিনটের সময় এই শিল্পকর্মের আনুষ্ঠানিক প্রকাশ করেন শ্রী কাশ্যপ। অপূর্ব এই কারুকাজ স্থায়ীভাবে স্থান পেয়েছে রেল কারখানার প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারে। লোহার যন্ত্রাংশ দিয়ে তৈরি এই সুন্দর ঘোড়ার মডেলের জন্যে এদিন  জেনারেল ম্যানেজার  কারখানার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল বিভাগকে ২৫০০০ টাকা পুরস্কার দিয়েছেন। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবর্ষে চিত্তরঞ্জন রেল কারখানা ৪৮৬ টি ইঞ্জিন উৎপাদন করে নজির স্থাপন করেছে। সেই নজিরকে স্থায়ী রূপ দিয়েছে ছুটন্ত এই ঘোড়া। এই ঘোড়া রেল কর্মীদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার শৈল্পিক প্ৰকাশ বলে উল্লেখ করা হয়।