ঐতিহ্যবাহী ঝুলন মেলার উদ্বোধন
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে অন্যতম একটি উৎসব ঝুলন মেলা। সেই ঐতিহ্যবাহী ঝুলন মেলার শুভ উদ্বোধন হয় আজ। এদিন সন্ধ্যায় এই ঝুলন মেলার উদ্বোধন করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক ও জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। ঝুলন মেলা কমিটির পক্ষ থেকে সোমনাথ রক্ষিত, মোহাম্মদ ইউসুফ, বিশ্বরূপ গুহ, অভীক দাস জানান আজ থেকে শুরু হয়ে জন্মাষ্টমী পর্যন্ত চলবে এই ঝুলন মেলা। জামালপুরের পুরো রবীন্দ্র বাইপাস জুড়ে বসে মেলা। ঝুলন মেলার যে মন্দির করা হয়েছে সেই মন্দিরে দেবতা দর্শন ও ঝুলন মেলা ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।আজকের মঞ্চ থেকে এলাকার কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।