Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

নিম্নচাপের ভ্রুকুটি, ১০ জেলায় ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা



নিম্নচাপের ভ্রুকুটি, ১০ জেলায় ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের ফলে শুক্রবার থেকে রাজ্যের ১০ টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর চব্বিশ পরগনা উত্তর, চব্বিশ পরগনা দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে।  মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। বজ্রপাতের সময় স্থানীয় মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।