নিম্নচাপের ভ্রুকুটি, ১০ জেলায় ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের ফলে শুক্রবার থেকে রাজ্যের ১০ টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর চব্বিশ পরগনা উত্তর, চব্বিশ পরগনা দক্ষিণ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। বজ্রপাতের সময় স্থানীয় মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।