চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

খেলা হবে উদ্বোধনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী প্রদীপ মজুমদার


 

খেলা হবে উদ্বোধনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী প্রদীপ মজুমদার 


# সংবাদ প্রভাতী, ১৬ আগস্ট ২০২২

অতনু হাজরা, জামালপুর : আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে খেলা দিবস। পূর্ব বর্ধমান জেলায় জেলাস্তরের খেলাটি হচ্ছে জামালপুরে। জামালপুরের সেলিমাবাদে তরুণ সংঘের মাঠে আয়োজিত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

 উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জেলা যুব আধিকারিক লোকনাথ সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান জামালপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডঃ  দেবাশীষ নাগ, মিঠু মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ, ব্লক যুব আধিকারিক সমরেশ দেবনাথ, অনুপম চ্যাটার্জী সহ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্তা ব্যক্তিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল।

১৬ আগস্ট খেলা দিবসে খেলা শুরুর মুহূর্তে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে খেলা দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, খেলার মাধ্যমে শরীর গঠনের সঙ্গে সৌভাতৃত্ববোধও গড়ে ওঠে।

 মন্ত্রী স্বপন দেবনাথ খেলার মাঠে উপস্থিত হতে না পারলেও মোবাইল ফোনে খেলা দিবসের সাফল্য কামনা করে বলেন, ফুটবল শান্তি সম্প্রীতি ও একতার খেলা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে ক্রীড়া সংস্কৃতি সব ক্ষেত্রেই বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। ক্লাবগুলোকে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে খেলাধুলায় এগিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। এরপরেই খেলার মাঠে বেশি সংখ্যক ছেলেদের অংশগ্রহণ নিশ্চিত করতে ২০২১ সাল থেকে খেলা হবে দিবস ঘোষণা করেছেন। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা সেভাবে আর মাঠ মুখী হতে চায় না। সেই কারণেই রাজ্য সরকার এই খেলা দিবসের মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঠ মুখী করতে চাইছে। 

এদিনের খেলায় মোট আটটি দল অংশ নেয়। রয়েছে ডক্টরস ইলেভেন স্টার, পাঁচরা গ্রাম পঞ্চায়েত, পাড়াতল গ্রাম পঞ্চায়েত, জামালপুর থানা, শুড়ে কালনা বান্ধব সম্মিলনী, জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টার, জামালপুর বিধায়ক একাদশ এবং জামালপুর হুল মাহা গাঁওতা। দিনভর টানটান উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে দিয়ে ফাইনালে ওঠে শুড়ে কালনা বান্ধব সম্মিলনী এবং জামালপুর হুল মাহা গাঁওতা। ফাইনাল খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সদর মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল, বিধায়ক অলক কুমার মাঝি সহ বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান সহ অন্যান্যরা। 

আজ খেলা হবে দিবসের পুরস্কার বিতরণী সভায় থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক বিজয়ী কালনার রামিশা দফাদারকে দশ হাজার টাকা নগদ এবং ফুল,  উত্তরীয় ও মানপত্র দিয়ে দিয়ে সম্বর্ধনা জানানো হয়। 

ফাইনাল খেলায় শুঁড়ে কালনা বান্ধব সম্মিলনী ট্রাইবেকারে ৩-২ গোলে জামালপুর হুল মাহা গাঁওতা -কে হারিয়ে বিজয়ী হয়েছে। বিজয়ী এবং বিজিত উভয় দলের হাতেই সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। ফাইনাল খেলা দেখতে সেলিমা বাদ তরুণ সংঘের মাঠে প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়েছিল। খেলা দিবসের অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃংখল ভাবে পরিচালনা করেছেন জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল।