Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Azadi Ka Amrit Mahotsav ঘরে ঘরে তেরঙ্গা পতাকা লাগানোর আহ্বানে মিছিল


 

ঘরে ঘরে তেরঙ্গা পতাকা লাগানোর আহ্বানে মিছিল 


কাজল মিত্র, আসানসোল : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়েছে ভারত সরকার। সেই কর্মসূচিতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঘরে ঘরে তেরঙ্গা পতাকা লাগানোর আহ্বান জানিয়ে বিজেপির তরফে বিশাল তেরঙ্গা মিছিল করা হয় পশ্চিম বর্ধমানের সীতারামপুরে। আজ আসানসোলের সীতারামপুরে ১৮ ও ১৯ নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিশাল তেরঙা পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রার মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান বিজেপি নেতৃত্ব।

এদিন ওয়ার্ড কাউন্সিলর অমিত তুলসিয়ানের উদ্যোগে ঠাকুর ইন্সটিটিউট মাঠ থেকে কুমারডিহা হয়ে নিউ কলোনি হয়ে সীতারামপুর বাজারে গিয়ে এই তেরঙ্গা যাত্রা শেষ হয়। এই  কর্মসূচীতে সকল মন্ডল সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন। বিশেষ করে অমিত তুলসীয়ন, মুকেশ শ্রীবাস্তব, সন্দীপ শ্রীবাস্তব, মন্ডল চার বিজেপি ওবিসি মোর্চার সভাপতি নির্মল গুপ্ত, জেলা সংখ্যালঘু সভাপতি ডাঃ ইবরার আহমেদ, ভজু পাল, রাজা কেশরী, বিট্টু মন্ডল, সার্কেল চার সম্পাদক সোমেন চক্রবর্তী, সঞ্জয় দাস, সুনীল ভর, বিগুল সাঁও, রাম বিশাল সিং, রাজকুমার যাদব ছাড়াও বহু সংখ্যক নাগরিক তেরঙ্গার এই যাত্রাকে সফল করতে মিছিলে পা মেলানোর পাশাপাশি ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট ঘরে ঘরে তেরঙ্গা পতাকা লাগানোর আহ্বান জানান।