WB Police জেলা পুলিশে ব্যাপক রদবদল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলা পুলিশে ব্যাপক রদবদল হলো। ১৫ জুলাই বদলির আদেশ নামায় স্বাক্ষর করেছেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। ৩২ জন অফিসার কে বদলি করা হয়েছে এবং আগামী ১৮ জুলাই এর মধ্যে প্রত্যেককেই দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির তালিকায় ডি আই বি ইন্সপেক্টর মিঠুন ঘোষ অতিরিক্ত দায়িত্বে কালনা থানা থেকে নাদনঘাট থানায় বদলি হয়েছেন। সাব ইন্সপেক্টর জুলফিকার আলী পূর্বস্থলী থানা থেকে পূর্ব বর্ধমানের ডিআইবি তে বদলি হয়েছেন। এসআই সৈকত মন্ডল ভাতার থানার ওসি থেকে রায়না থানা ওসি পদে বদলি হয়েছেন। মন্তেশ্বর থানার ওসি দেবাশীষ নাগকে বদলি করা হয়েছে কালনা থানার ওসি পদে। রায়না থানার ওসি পুলক মন্ডলকে বদলি করা হয়েছে কেতুগ্রাম থানায়। খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানাকে বদলি করা হয়েছে বর্ধমান থানায়। বর্ধমান থানা থেকে এসআই দীপেশ চ্যাটার্জিকে বদলি করা হয়েছে দেওয়ানদিঘী থানার ওসি পদে। দেওয়ানদিঘী থানার ওসি উত্তাল সামন্তকে বদলি করা হয়েছে মাধবডিহি থানার ওসি পদে। মাধবডিহি থানার ওসি সুব্রত বেরাকে বদলি করা হয়েছে খন্ডঘোষ থানার ওসি পদে। শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাসকে বদলি করা হয়েছে মন্তেশ্বর থানার ওসি পদে। আউসগ্রাম থানার অধীনে গুসকরার ওসি অরুণ কুমার সোমকে বদলি করা হয়েছে ভাতার থানার ওসি পদে। সাব ইন্সপেক্টর দীপক সরকার কে সাইবার ক্রাইম থানা থেকে শক্তিগড় থানার ওসি পদে বদলি করা হয়েছে। লেডি সাব ইন্সপেক্টর নিতু সিংহ কে পূর্ব বর্ধমানের ডিইবি কাটোয়া থানায় ডেপুটেশন থেকে আউসগ্রাম থানার অধীনে গুসকরার ওসি পদে বদলি করা হয়েছে। রায়না থানার অধীনে সেহারা বাজার আউটপোস্টের ওসি রাজেশ মাহাতোকে কালনা থানায় বদলি করা হয়েছে। গলসি থানা থেকে এসআই প্রীতম বিশ্বাস কে রায়না থানার অধীনে সেহারা বাজার আউটপোস্টের ওসি পদে বদলি করা হয়েছে। লেডি সাব-ইন্সপেক্টর মৌসুমী মন্ডল কে পূর্ব বর্ধমান মহিলা থানা থেকে ডিইবিতে বদলি করার সঙ্গে ট্রায়াল মনিটরিং সেলের ওসি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এসআই প্রদীপ কুমার রায় কে পূর্ব বর্ধমানের এল ও আর থেকে মঙ্গলকোট থানায় বদলি করা হয়েছে। এস আই দেবাংসু রায় কে পূর্ব বর্ধমানের এল ও আর থেকে পূর্বস্থলী থানায় বদলি করা হয়েছে। এসআই সিরাজুল হককে নাদনঘাট থানা থেকে পূর্বস্থলী থানায় বদলি করা হয়েছে। এসআই তরুণ সিংহ কে পূর্বস্থলী থানা থেকে নাদনঘাট থানায় বদলি করা হয়েছে। এসআই তাপস শীলকে কালনা থানা থেকে মেমারি থানায় বদলি করা হয়েছে। এছাড়া ১১ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কে বিভিন্ন থানায় রদবদল করা হয়েছে। জানা গেছে, এই রদবদল রুটিন মাফিক। আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কাজের সুবিধার জন্য রদবদল করা হয়েছে।