Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Tarun Majumdar : চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার চিরঘুমের দেশে



Tarun Majumdar : চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার চিরঘুমের দেশে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট,  সংবাদ প্রভাতী : চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার চলে গেলেন না ফেরার দেশে। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে প্রয়াত হন প্রবীণ চিত্র পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমার একটি যুগের অবসান হল। গত ১৫ দিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিন কয়েক আগেই তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে বিপদ কাটেনি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। রবিবার তাঁর স্বাস্থ্যের অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শেষপর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন চিরঘুমের দেশে। 

উল্লেখ্য ১৯৬২ সালে কাঁচের স্বর্গ ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান পরিচালক তরুণ মজুমদার। মোট চারটি জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালককে ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এছাড়াও ফিল্মফেয়ার, বিএফজেএ পুরস্কার আনন্দলোক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন চিত্রপরিচালক তরুণ মজুমদার। তাঁর প্রথম ছবি উত্তম-সুচিত্রা অভিনীত 'চাওয়া-পাওয়া'। এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের সিনেমাপ্রেমী মানুষদের উপহার দিয়েছেন। 'বালিকা বধূ', 'শ্রীমান পৃথ্বীরাজ', 'দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা' তার মধ্যে উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণে টালিগঞ্জ সহ বাংলার সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। 

বর্ধমানের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল নিবিড়। ছবির কাজ সহ নানা ভাবে বহুবার বর্ধমানে এসেছেন। স্বাভাবিকভাবেই তরুণ মজুমদার এর প্রয়াণে শোকবিহ্বল শহর বর্ধমান।