Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

COVID : ফের করোনার থাবা : পূর্ব বর্ধমানে জেলায় আক্রান্ত ৩৯ জন, বর্ধমান শহরে ৯


 

COVID : ফের করোনার থাবা : পূর্ব বর্ধমানে জেলায় আক্রান্ত ৩৯ জন, বর্ধমান শহরে ৯ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় আবার করোনা সংক্রমণের গ্রাফ বাড়ছে। গত ২৪ ঘন্টায় বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ৯ জন। পূর্ব বর্ধমান জেলায় ২ জুলাই সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট অনুযায়ী  জেলায় করোনা পজিটিভ ৩৯ জন।  এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ৯ জন।

 বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ২ জন, গুসকরা পৌর এলাকায় ১ জন,  ভাতাড় ব্লকে ২ জন, বর্ধমান ১ ব্লকে ৩ জন, গলসি ১ ব্লকের ১ জন,  জামালপুর ব্লকে ২ জন, মন্তেশ্বর ব্লকে ১ জন, মেমারি পৌর এলাকায় ১ জন, মেমারি ১ ব্লকে ১ জন, মেমারি ২ ব্লকে ১ জন, মঙ্গলকোট ব্লকে ২ জন, রায়না ২ ব্লকে ১ জন এবং অন্য জেলা থেকে আসা ৭ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি ক্রমশ বাড়ছে। তাই সরকারি বিধিনিষেধ আবারও মেনে চলতে হবে । সকলের কাছে অনুরোধ  সাবধানে থাকুন। কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলুন।