চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিবসকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন 'মিলিত প্রয়াস' বর্ধমান শহরের উপকণ্ঠে বেলকাশ প্রাথমিক বিদ্যালয়ে  বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ৩ জুলাই আয়োজিত এই শিবিরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে রক্ত পরীক্ষা, ই.সি.জি করা হয় ও ঔষধ বিতরণ করা হয়।

এদিনের  শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান  জাহানারা খাতুন, গাছ মাষ্টার অরূপ চৌধুরী, সর্বশিক্ষা মিশনের জেলা কোঅর্ডিনেটর অনির্বাণ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্লান মজুমদার  সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, রবিবারের এই শিবিরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করেন ডাঃ এন.সি মন্ডল, ডাঃ অভিষেক ধাওয়ান, ডাঃ গদাধর মুখার্জী ও ডাঃ মানিক বেজ।

সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা বলেন,  লুপিন ডায়গোনস্টিক এই শিবিরে সমস্ত রক্ত পরীক্ষা ও ই.সি.জি'র দায়িত্ব গ্রহণ করেন।

আজকের এই শিবিরে বেলকাশ গ্রামের প্রায় একশ কুড়ি জন মানুষের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়।