Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পানীয় জলের সমস্যা নিরসনে তৃণমূলের মেয়র সমীপে বিজেপি'র বিধায়ক অগ্নিমিত্রা


 

পানীয় জলের সমস্যা নিরসনে তৃণমূলের মেয়র সমীপে বিজেপি'র বিধায়ক অগ্নিমিত্রা 


কাজল মিত্র, আসানসোল : নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের বিভিন্ন এলাকায় পানীয়জলের সমস্যা ও সংকট নিয়ে কথা বলতে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এছাড়াও আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বার্ণপুরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা ও স্ট্রিট লাইট লাগানোর কথাও মেয়রকে জানান বিজেপি বিধায়ক। পুরনিগমে মেয়রের চেম্বারে হওয়া এই আলোচনায় অন্যান্যদের মধ্যে ছিলেন পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, দুই মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও সুব্রত অধিকারী এবং পুর ইঞ্জিনিয়ার।

আলোচনার পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, গত ২৭ মে এই সমস্যা নিয়ে কথা বলতে আসানসোল পুরনিগম এসেছিলাম। কিন্তু সেদিন মেয়র ছিলেন না। ঐদিন আমি ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সঙ্গে দেখা করে আমার দাবি সহ একটা স্মারক লিপি দিয়ে যাই। এখনো পর্যন্ত ঐসব সমস্যা পুরোপুরি মেটেনি। তাই আমি মেয়র বিধান উপাধ্যায়কে ফোন করে তার সঙ্গে কথা বলতে এসে দেখা করি। তাকে সব সমস্যার কথা বলেছি। তার সঙ্গে দুই ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা ছিলেন। বিশেষ করে পানীয়জলের সমস্যার কথা বলেছি। আমার বিধান সভা কেন্দ্রের বেশকিছু এলাকায় পানীয়জলের সংকট রয়েছে। এছাড়াও জল নিকাশি ও স্ট্রিট লাইট লাগানোর জন্য বলেছি।

পরে মেয়র বিধায়ক উপাধ্যায় বলেন, বিধায়ক এসে দেখা করে কিছু সমস্যার কথা বলেছেন। পুরনিগম কতৃপক্ষ সব ওয়ার্ডের সমস্যা মেটানোর পরিকল্পনা নিয়েছে।