Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্লাস্টিক বিরোধী অভিযান জামালপুরে


 

প্লাস্টিক বিরোধী অভিযান জামালপুরে 

@ সংবাদ প্রভাতী, ২২ জুলাই 

অতনু হাজরা, জামালপুর : খুব সম্প্রতি রাজ্যে একবার ব্যবহার্য্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। সারা রাজ্য জুড়ে চলছে প্লাস্টিক বিরোধী প্রচার। শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক অফিসে প্লাস্টিক বর্জন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  সমস্ত জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। 

সেই আলোচনা সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের এ বিষয়ে সরকারি মনোভাব স্পষ্ট করে দেওয়া হয়। এরপর পুলমাথা থেকে ব্লক অফিস পর্যন্ত একটি প্লাস্টিক বিরোধী র‌্যালি করা হয়। এই র‌্যালিতে অংশ গ্রহণ করেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, গৌতম কুমার দত্ত, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক সহ সাহাবুদ্দিন মন্ডল, সুনীল ধারা, শ্রীমন্ত সাঁতরা, পূর্ণিমা মালিক, শিপ্রা ওঝা এবং অন্যান্যরা। দোকানে দোকানে গিয়ে একবার ব্যবহার্য্য প্লাস্টিক ব্যবহার না করতে বলা হয়।  জামালপুরে ইতিমধ্যেই পঞ্চায়েত গুলি এই প্রচার করতে শুরু করেছে কিন্তু জনগণ সচেতন না হলে এই ধরনের প্রচার কতটা কার্যকরী হবে সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।