২১ জুলাইকে সামনে রেখে ব্রাক্ষ্মন ঐক্য সংগঠনের মিছিল
অতনু হাজরা, পাঁচড়া : ২১ শে জুলাই শহীদ স্মরণ দিবস। কলকাতার ধর্মতলায় হবে শহীদ স্মরণ সমাবেশ। সেই ২১ জুলাইকে সামনে রেখে জামালপুর ব্লকে ব্রাক্ষ্মন ঐক্য সংগঠন পাঁচড়া অঞ্চলে চৌবেরিয়া ইঁট ভাটা থেকে কিষাণ মান্ডি পর্যন্ত একটি মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, সভাপতি উজ্জ্বল চক্রবর্তী, স্থানীয় ব্রাক্ষ্মন নেতা প্রসেনজিৎ চ্যাটার্জী সহ পাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকড়ে, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্য নেতৃত্ব। মিছিল শেষে একটি পথসভাও করা হয়।