Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণ সমাবেশের লক্ষ্যে মিছিল


 

শহীদ স্মরণ সমাবেশের লক্ষ্যে মিছিল 


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের সমস্ত ব্লকের বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে ২১শে জুলাই শহীদ স্মরণ দিবসকে সফল করে তুলতে মিছিল সংগঠিত হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে  প্রতিটি অঞ্চলের মিছিলে মানুষের ঢল দেখা যাচ্ছে। আজ আঝাপুর অঞ্চলে ভেরিলিপুল থেকে মসাগ্রাম বাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। প্রায় ৪৫০০- ৫০০০ তৃণমূল কর্মী সমর্থক মিছিলে পা মেলান। 

কর্মীদের সাথে মিছিলে হাঁটেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ, পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ, স্থানীয় নেতা ডাঃ প্রতাপ রক্ষিত সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব। 

মিছিল শেষে একটি পথসভা করা হয়। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। মিছিলে কর্মী সমর্থকদের যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়।