Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ স্মরণ সমাবেশের লক্ষ্যে মিছিল


 

শহীদ স্মরণ সমাবেশের লক্ষ্যে মিছিল 


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের সমস্ত ব্লকের বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে ২১শে জুলাই শহীদ স্মরণ দিবসকে সফল করে তুলতে মিছিল সংগঠিত হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বিধায়ক অলক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে  প্রতিটি অঞ্চলের মিছিলে মানুষের ঢল দেখা যাচ্ছে। আজ আঝাপুর অঞ্চলে ভেরিলিপুল থেকে মসাগ্রাম বাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। প্রায় ৪৫০০- ৫০০০ তৃণমূল কর্মী সমর্থক মিছিলে পা মেলান। 

কর্মীদের সাথে মিছিলে হাঁটেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ, পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ, স্থানীয় নেতা ডাঃ প্রতাপ রক্ষিত সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব। 

মিছিল শেষে একটি পথসভা করা হয়। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের জনবিরোধী নীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। মিছিলে কর্মী সমর্থকদের যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়।