Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চোখ এবং অঙ্গদান, এগিয়ে এলেন বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে বিশিষ্টজনেরা


 

চোখ এবং অঙ্গদান, এগিয়ে এলেন বিশেষ ভাবে সক্ষমদের সঙ্গে বিশিষ্টজনেরা  


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ৩৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের সাথে আজ এক অনুষ্ঠানে উপস্থিত থেকে 'দেহদান'-এর অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, তালবাদ্য বিশারদ ও সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ এবং বাচিক শিল্পী মল্লিকা ঘোষ সহ শতাধিক ব্যক্তি। 

'ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রফেশনাল' (National Institute of Professional) সংক্ষেপে এন আই পি  অনুভব (Anubhav) ও গণদর্পণ (Ganadarpan)-এর যৌথ উদ্যোগে আজ ২৭ জুলাই 'কলকাতা প্রেস ক্লাব'-এ দৃষ্টিশক্তিহীন তথা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু ব্যক্তি  দেহদান-এর অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। 

আজকের বিশেষ অনুষ্ঠান চাক্ষুষ করে দেবশঙ্কর হালদার জানান, "দেখা আর লক্ষ্য করার মধ্যে একটা সূক্ষ্মাতিসূক্ষ্ম ফারাক আছে। আজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের যে দান দুচোখে দেখলাম তা আমার জীবনের অন্যতম সম্পদ।" 

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এনআইপ (NIP)-এর সম্পাদক দেবজ্যোতি রায়, অনুভব-এর অধ্যক্ষ সুশান্ত ভট্টাচার্য  ও গণদর্পণ-এর সম্পাদক সুদীপ্ত সাহা রায় জানান, "এই ধরনের প্রকৃত সমাজ সেবা মূলক অনুষ্ঠান করতে পেরে একটা তৃপ্তি বোধ হচ্ছে, ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান করতে চাই।"