Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিয়ের অনুষ্ঠানে এসে ২১ শে জুলাই এর প্রচার করে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ


 

বিয়ের অনুষ্ঠানে এসে ২১ শে জুলাই এর প্রচার করে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ 


অতনু হাজরা, জামালপুর : রাজনৈতিক নেতারা যেখানে যে উদ্দেশ্যেই যান না কেন তাদের আলোচনায় ঘুরেফিরে কিন্তু সেই রাজনীতিই আসে। আজ জামালপুরে দলীয় কর্মীর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে এক জায়গায় মিলিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ পূর্ব বর্ধমান জেলার জেলার এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।  ছিলেন রাজ্যের দলীয় মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, শহর সভাপতি অরূপ দাস, জেলা যুব তৃণমূলের সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোনার, বর্ধমান পুরসভার কাউন্সিলর সুশান্ত প্রামানিক,  ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, তৃণমূলের জামলপুরের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান খান সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেখানে এসেই মন্ত্রী দলের জেলা নেতৃত্বের সঙ্গে একুশে জুলাই নিয়ে একটি বৈঠক করেন। মন্ত্রী জানান, যে উদ্দেশ্যে একুশে জুলাই অর্থাৎ ১৯৯৩ সালের ২১ জুলাই সিপিএমের নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের স্মরণ। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে প্রতি বছর ওই দিনটিতে কলকাতায় শহীদ স্মরণ সমাবেশ হয়। এই জামালপুরের বুকেও সিপিএমের আমলে সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে শহীদ হন তৃণমূল কংগ্রেসের ৫ জন কর্মী। সব শহীদদের জন্যই শহীদ দিবস পালন। মন্ত্রী স্বপন দেবনাথ  জামালপুরবাসীর কাছে আবেদন রাখেন ২১ জুলাই কলকাতার ধর্মতলায় রাজপথ যেন জামালপুরের মানুষ গিয়ে ভরিয়ে দেন।