কমিউনিটি হলের উদ্বোধন
কাজল মিত্র, ২৪ জুলাই : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে ধাদকা রাকেটে কোলিয়ারি এলাকায় একটি কমিউনিটি হল পুনঃনির্মিত করে উদ্বোধন হলো। আজ পাথরের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্যের আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর উৎপল সিনহা, অনিমেষ দাস, তৃণমূল ওয়ার্ড সভাপতি অরূপ মণ্ডল, গৌর ঘোষ, রাজেশ প্রসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর উৎপল সিনহা। তিনি বলেন, এখানে একটি পুরাতন কমিউনিটি হল ছিল যা খুবই জরাজীর্ণ হয়ে পড়েছিল, মমতা ব্যানার্জীর আদর্শ অনুসরণ করে মন্ত্রী মলয় ঘটকের প্রচেষ্টায় নবনির্মিত এটির উদ্বোধন করা হয়েছে। তিনি বলেন, এটি খুবই দরিদ্র এলাকা। এই কমিউনিটি হলটি নির্মিত হলে এখানকার মানুষ অনেক সুবিধা পাবে। এর সাথে তিনি জানান, এখানে একটি পুকুর রয়েছে যা এখানকার মানুষ বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহার করে। ওই পুকুর পাড়ে একটি ঘাটও নির্মাণ করা হয়েছে। সেই ঘাটও উদ্বোধন করা হয়। উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, এখানে একটি কমিউনিটি হলের খুব প্রয়োজন ছিল। এমতাবস্থায় এই কমিউনিটি হল নির্মাণের ফলে এখানকার মানুষের অনেক উপকার হবে। তিনি বলেন, গত নির্বাচনের সময় তিনি যখন নির্বাচনী প্রচারে এখানে এসেছিলেন তখন এখানে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি উঠেছিল। পাশাপাশি তিনি এই হলটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করার জন্য স্থানীয় কাউন্সিলরকে পরামর্শ দেন। যাতে ভবিষ্যতে এই হলটিতে কোনো অনুষ্ঠান আয়োজনে অসুবিধা না হয়। খুব শীঘ্রই এই হলে বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।