Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘন্ট ঘোষণা,  ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তি শুরু


 

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘন্ট ঘোষণা,  ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তি শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘণ্ট ও নিয়মবিধি ঘোষণা করলো রাজ্য সরকার। ২ জুলাই অর্থাৎ আজই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। জানানো হয়েছে, স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই থেকে এবং সেটা চলবে ৫ অগস্ট পর্যন্ত। স্নাতক স্তরে ভর্তির  প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। 

অন্য দিকে, স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তরে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। উচ্চ শিক্ষ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি নিতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও পড়ুয়াই কলেজ-বিদ্যালয়ে সশরীরে হাজির হতে পারবেন না। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য পড়ুয়াদের থেকে আলাদা ভাবে কোনও টাকা নেওয়া যাবে না। ভর্তির ফি দিতে হবে অনলাইনেই। এ ছাড়াও কলেজে ভর্তির জন্য কোনও পড়ুয়াকে বেছে নেওয়া হলে তা তাঁদের সরাসরি ইমেল বা বাড়িতে চিঠি পাঠিয়ে  সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিতে হবে।