Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘন্ট ঘোষণা,  ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তি শুরু


 

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘন্ট ঘোষণা,  ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তি শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ঘণ্ট ও নিয়মবিধি ঘোষণা করলো রাজ্য সরকার। ২ জুলাই অর্থাৎ আজই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। জানানো হয়েছে, স্নাতক স্তরে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই থেকে এবং সেটা চলবে ৫ অগস্ট পর্যন্ত। স্নাতক স্তরে ভর্তির  প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। 

অন্য দিকে, স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তরে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। উচ্চ শিক্ষ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি নিতে হবে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও পড়ুয়াই কলেজ-বিদ্যালয়ে সশরীরে হাজির হতে পারবেন না। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার জন্য পড়ুয়াদের থেকে আলাদা ভাবে কোনও টাকা নেওয়া যাবে না। ভর্তির ফি দিতে হবে অনলাইনেই। এ ছাড়াও কলেজে ভর্তির জন্য কোনও পড়ুয়াকে বেছে নেওয়া হলে তা তাঁদের সরাসরি ইমেল বা বাড়িতে চিঠি পাঠিয়ে  সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিতে হবে।