পশ্চিম বর্ধমানে রথযাত্রা উৎসবের সূচনায় আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পশ্চিম বর্ধমানে রথযাত্রা উৎসবের সূচনায় আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়


 

পশ্চিম বর্ধমানে রথযাত্রা উৎসবের সূচনায় আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিকে উপেক্ষা করে  সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় রথযাত্রার  মহোৎসব অনুষ্ঠিত হয়। রথযাত্রার এই শুভ অনুষ্ঠানে বৃষ্টির দিনে উপস্থিত ছিলেন  আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়। সালানপুর ব্লকের কল্যানেশ্বরী লেফ্ট ব্যাঙ্কের রাধা রাসবিহারী মন্দিরের শ্রী শ্রী সচিতানন্দ শান্তিধামে  প্রথম বর্ষ শুভ রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়।

তাছাড়া মা মুক্তাইচন্ডী আনন্দ মেলা সমিতি ও মালবোহাল জোড়বাড়িতে রথযাত্রা উৎসব এর শুভ সূচনা করেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি রথ লেফ্ট ব্যাঙ্ক থেকে শুরু করে রূপনারায়ানপুর পর্যন্ত যায়। তিনি সর্ব প্রথম এসে পূজা অর্চনা করে রথের দড়ি টানেন। এইদিনের শুভ রথযাত্রায় ভক্তদের ভিড় ছিল দেখার মত। এরপর তিনি মুক্তাইচন্ডীর রথযাত্রায় উপস্থিত হন এবং নিজের হাতে রথ টানেন। শেষে তিনি জোড়বাড়ির শুভ রথযাত্রায় সামিল হন। তাছাড়া বিধায়ক তথা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, তৃণমূল নেতা মনোজ তেওয়ারী, মবিন খান, রামচন্দ্র সাউ, নরেন্দ্র খোসলা,শঙ্কর ঘোষ, চন্দন রজক, বিষ্ণু বাহাদুর, বিজয় সিং, বাবাই ঘোষাল, তপন মাহাতা, গৌরাঙ্গ তেওয়ারী, তাপস উকিল সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments