Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের রক্তদান শিবির


 

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের রক্তদান শিবির 


অতনু হাজরা, শুঁড়ে কালনা : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল সমর্থিত ব্রাহ্মণ ঐক্য সংগঠন শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। কালনার  সারদা লজে করা হয় রক্তদান শিবিরটি। ব্লকের ৩০ জন ব্রাহ্মণ রক্ত দান করেন। রক্তদান শিবির উপলক্ষ্যে একটি ছোট্ট অনুষ্ঠান করা হয় বান্ধব সম্মিলনী ক্লাবের মঞ্চে।

 রক্তদাতাদের উৎসাহ বাড়াতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, উদয় দাস, ব্রাহ্মণ ঐক্য সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, সভাপতি উজ্জ্বল চক্রবর্তী সহ সুদূর তারাপীঠ থেকে আসা চন্দন মহারাজ, বিশিষ্ট হস্তরেখাবিদ উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যান্যরা। 

প্রসঙ্গত ব্রাহ্মণ ঐক্য সংগঠন বিভিন্ন সময়ে নানা সামাজিক কাজ করে থাকে। কখনো বস্ত্রদান, কখনো খাদ্য সামগ্রী প্রদানের মত কাজ করে চলেছে। তাদের আজকের এই রক্তদান শিবির করার জন্য তাদের ধন্যবাদ জানান উপস্থিত সকল অতিথিরা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।