ব্রাহ্মণ ঐক্য সংগঠনের রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের রক্তদান শিবির


 

ব্রাহ্মণ ঐক্য সংগঠনের রক্তদান শিবির 


অতনু হাজরা, শুঁড়ে কালনা : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল সমর্থিত ব্রাহ্মণ ঐক্য সংগঠন শনিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। কালনার  সারদা লজে করা হয় রক্তদান শিবিরটি। ব্লকের ৩০ জন ব্রাহ্মণ রক্ত দান করেন। রক্তদান শিবির উপলক্ষ্যে একটি ছোট্ট অনুষ্ঠান করা হয় বান্ধব সম্মিলনী ক্লাবের মঞ্চে।

 রক্তদাতাদের উৎসাহ বাড়াতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি অলক কুমার মাঝি, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ তথা যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, উদয় দাস, ব্রাহ্মণ ঐক্য সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, সভাপতি উজ্জ্বল চক্রবর্তী সহ সুদূর তারাপীঠ থেকে আসা চন্দন মহারাজ, বিশিষ্ট হস্তরেখাবিদ উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যান্যরা। 

প্রসঙ্গত ব্রাহ্মণ ঐক্য সংগঠন বিভিন্ন সময়ে নানা সামাজিক কাজ করে থাকে। কখনো বস্ত্রদান, কখনো খাদ্য সামগ্রী প্রদানের মত কাজ করে চলেছে। তাদের আজকের এই রক্তদান শিবির করার জন্য তাদের ধন্যবাদ জানান উপস্থিত সকল অতিথিরা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।

Post a Comment

0 Comments